TVS Apache RTR 150cc ৬০,০০০ কিলোমিটার রাইড - রিয়াজুল কবির বাবু

This page was last updated on 28-Jul-2024 01:44am , By Raihan Opu Bangla

আমি রিয়াজুল কবির বাবু । আমি বরগুনা জেলার বেতাগী উপজেলায় বসবাস করি । বর্তমানে আমি একটি বাইক ব্যবহার করছি । বাইকটি হচ্ছে TVS Apache RTR 150cc । বাইকটি এখন পর্যন্ত আমি ৬০ হাজার কিলোমিটার রাইড করেছি । এই দীর্ঘ রাইড করার মধ্যে রয়েছে অনেক ভালো খারাপ অভিজ্ঞতা । আর সেই অভিজ্ঞতা আজ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি।

TVS Apache RTR 150cc ৬০,০০০ কি.মি. রাইড অভিজ্ঞতা

tvs apache rtr 150 matte blue engine and rear tire

আমি কিছু কারণে বাইক খুব বেশি পছন্দ করি । তার মধ্যে কিছু অন্যতম কারন হচ্ছে - বাইক আমাকে খুব কম সময়ে আমার গন্তব্যে যেতে সহায়তা করে । যখন খুশি যেখানে খুশি যেতে পারি । বাইক থাকলে সবাই একত্রে ঘুরতে যেতে পারি । ভ্রমন করতে আমার খুব বেশি ভালো লাগে আর এই ভালো লাগাকে আরো সহজ করে দেয় আমার বাইক । বাইকটি কেনার পেছনে আমার কিছু কারন ছিল । বাজেট ছিল আমার চাহিদার মধ্যে, মাইলেজ বেশ ভালো, দেখতে বেশ সুন্দর, প্রশস্ত সিট । 

আমার যা যা চাহিদা ছিল সবকিছুই আমি এই বাইকটির মধ্যে পেয়েছি । আমি বাইকটি কিনেছিলাম ২০১৬ সালে বরিশাল সদর এর টিভিএস এর অফিশিয়াল শো-রুম থেকে । তখন রেজিস্ট্রেশন সহ বাইকটির দাম ছিল ২০৪৯০০ টাকা ।tvs apache rtr 150cc matte blue headlight with front suspension and mudgurd

 বাইকটি কিনতে যাওয়ার দিন আমি তুহিন ভাই আলামিন ভাই সকালের নাস্তা না করেই বেরিয়ে পরি। বাইকটির খুব চাহিদা থাকার কারনে শো-রুমে বাইক না থাকায় অন্য যায়গা থেকে সংগ্রহ করে দিতে দিতে বিকাল ৫ টা বেজে যায়। সময় যদিও কাটতে ছিল না তবে কষ্ট মনে হয় নাই। 

বাইকটি পাওয়ার পরে সব কষ্ট ভূলে গেলাম। নতুন এক অনুভূতি। আসলে আমরা যারা বাইক প্রেমী তারা এক একটি বাইক এর অনুভূতি এক এক রকম হয়।

ব্যবসার কাজে আমার প্রতি দিন কমপক্ষে ১০০ কিলো রাইড করতে হয় যা পরিবহন এ সময় ও টাকা দিয়ে কঠিন হয়ে পরে। তাই বাইক আমার প্রতিদিন এর সঙ্গী । ঘুরতে গেলে তো বাইক অবশ্যই থাকবে ।tvs apache rtr 150cc matte blue tail light and grabe rail

TVS Apache RTR 150cc বাইকটিতে আছে ১৫০সিসি একটি পাওয়ারফুল ইঞ্জিন । কালার ব্লু দেখতে বেশ সুন্দর, অসাধারন রেডি পিকাপ । সত্যি বলতে এই বাইকটির রেডি পিকাপ আমাকে মুগ্ধ করেছে । বাইকটি চালাতে খুব ভালো লাগে । সময় এবং টাকা দুইটিই সেভ হয় । 


বাইকটি আমি বেশ কয়েকবার সার্ভিস করিয়েছি । টিভিএস এর অফিশিয়াল সার্ভিস পয়েন্ট থেকে । শুরুর দিকে মাইলেজ পেতাম ৪৮ কিলোমিটার প্রতি লিটার এর মত এখন ৪০+ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাচ্ছি । মাইলেজ নিয়ে আমি সন্তুষ্ট । যে পরিমান থ্রটল রেস্পন্স সে হিসেবে যথেষ্ট ভালো মাইলেজ পাচ্ছি । আমি মটুল ইঞ্জিন অয়েল ব্যবহার করি । ইঞ্জিন অয়েল গ্রেড 10w30 ।

আমি বাইকটির টায়ার পরিবর্তন করেছি ভালো গ্রিপ পাওয়ার জন্য । স্টক টায়ারের ব্রেকিং এ খুব বেশি ফিড ব্যাক পেতাম না । টায়ার পরিবর্তন করার পরে বেশ ভালো ব্রেকিং কনফিডেন্স পাচ্ছি । হাইওয়েতে আরো ভালো আলো পাওয়ার জন্য স্টক লাইট পরিবর্তন করে LED লাইট লাগিয়েছি । বাইকটি দিয়ে আমার সর্বোচ্চ স্পিড ১০১ কিলোমিটার প্রতি ঘন্টা ।


TVS Apache RTR 150cc বাইকটির কিছু ভালো দিক -

  • মাইলেজ
  • রেডি পিক আপ
  • কমফোর্ট
  • লুকস
  • সার্ভিস

tvs apache rtr 150cc matte blue engine chassis headlight with user review

TVS Apache RTR 150cc বাইকটির কিছু খারাপ দিক -

  • ব্রেকিং সিস্টেম
  • খুচরা যন্ত্রাংশ বেশি নষ্ট হয়
  • হেডলাইটের আলো কম
  • টায়ার গ্রিপ ভাল না
  • ভাইব্রেশন

TVS Apache RTR 150cc বাইকটি দিয়ে আমি অনেক লং রাইড করেছি । এর মধ্যে বেতাগী থেকে বাগেরহাট খুলনা মংলা অন্যতম একটি ভ্রমন ছিল। আমি এর আগে অনেক বাইক ব্যবহার করেছি তবে অন্যান্য বাইকের থেকে এটি অনেক ভালো সার্ভিস দেয়। আমি আমার বাইক নিয়ে যথেষ্ট সেটিস্ফাই । বাইকটির পার্ফরমেন্স এ আমি মুগ্ধ । ধন্যবাদ।

ধন্যবাদঃ রিয়াজুল কবির বাবু 

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Latest Bikes

Honda Grom 2019

Honda Grom 2019

Price: 0

Honda Grom 50

Honda Grom 50

Price: 0

Honda Gyro

Honda Gyro

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

Sunra K3

Sunra K3

Price: 0

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

View all Upcoming Bikes