রেট্রো স্টাইলের সাথে আধুনিক প্রযুক্তির Triumph Bonneville 350 মডেল উৎপাদনের ঘোষণা দিল Triumph
This page was last updated on 05-Oct-2025 04:59pm , By Badhan Roy
বিশ্ববিখ্যাত ব্রিটিশ মোটরসাইকেল ব্র্যান্ড Triumph সম্প্রতি অফিশিয়ালি তাদের বহুল প্রতীক্ষিত Bonneville 350 মডেল উৎপাদনের ঘোষণা দিয়েছে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে গুজব আকারে খবরটি ছড়িয়ে থাকলেও এবার আনুষ্ঠানিকভাবে Triumph কতৃপক্ষ জানিয়েছে নতুন এই মোটরসাইকেলটি ক্লাসিক লুক আর আধুনিক প্রযুক্তির এক অনন্য সমন্বয় নিয়ে তারা তৈরি করতে যাচ্ছে।

Triumph Bonneville 350 মডেল উৎপাদনের ঘোষণা দিল Triumph
Triumph সম্প্রতি দক্ষিণ এশিয় বাজারের দিকে ভালোভাবে মনোনিবেশ করেছে। ভারতীয় সরকারের নতুন কর (GST) নীতি অনুযায়ী 350 সিসি এর নিচে বাইকগুলিতে কম কর ধার্য করা হবে। এই কারণে অনেক ব্র্যান্ড 350 সিসি বা নিচের ডিসপ্লেসমেন্টের মডেলের দিকে বেশি ঝুকছে। ধারণা করা হচ্ছে ভারত ও দক্ষিণ এশিয়ার বাজারে Bonneville 350 সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Royal Enfield Classic 350 এর সাথে।
Triumph জানিয়েছে তারা বিশেষ করে তরুণ রাইডারদের টার্গেট করছে যারা সাশ্রয়ী দামে প্রিমিয়াম ব্র্যান্ডের বাইক কিনতে চান। এই বাইকটি ডিজাইন করা হয়েছে Triumph এর ক্লাসিক Bonneville সিরিজের অনুপ্রেরণায়। ৪০০-১২০০ সিসি পর্যন্ত Bonneville সিরিজের চিরচেনা বড় ট্যাংক, গোল হেডলাইট, ওয়্যার-স্পোক চাকা আর ক্রোম ফিনিশ সব মিলিয়ে ৩৫০ সিসির বাইকটিকেও দিয়েছে রেট্রো-রোডস্টার লুক।

Bonneville 350 এ থাকছে 350 সিসি লিকুইড-কুলড সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা উৎপাদন করবে প্রায় ২১ বিএইচপি পাওয়ার এবং ২৯.৫ এনএম টর্ক। এর সাথে থাকছে ৫-স্পিড গিয়ারবক্স যা সিটি কম্যুটিং এবং লং রাইড দুই ক্ষেত্রেই স্মুথ পারফরম্যান্স দিতে সক্ষম। Triumph এর পক্ষ থেকে জানানো হয়েছে Triumph Bonneville 350 এর দাম ভারতীয় বাজারে রাখা হতে পারে আনুমানিক ২ লক্ষ রুপির আশেপাশে। ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে বা বাইকটির ডেলিভারি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

বাইক বিষয়ক দেশি ও বিদেশি সকল তথ্যের জন্য বাইকবিডির সাথেই থাকুন।
