Suzuki Gixxer SF নিয়ে একজন শিক্ষার্থীর বাইকিং গল্প - তুষার

This page was last updated on 31-Jul-2025 07:03pm , By Shuvo Bangla

আমি তুষার, বর্তমানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে পড়াশুনা করছি। আজ আমি আপনাদের সাথে Suzuki Gixxer SF নিয়ে আমার বাইকার জীবনের কিছু গল্প শেয়ার করব। ছোটবেলা থেকে যখন মুভি দেখতাম সেদিন থেকে আমার বাইক চালানো শেখার খুব আগ্রহ। একদিন চাচাতো ভাই এর ডিসকভার 100cc এই বাইকের মাধ্যমে বাইক চালানো শেখার সুযোগ হয়।

Suzuki Gixxer SF নিয়ে একজন শিক্ষার্থীর বাইকিং গল্প - তুষার

suzuki gixxer sf

তারপর থেকে মাঝে মাঝেই ভাইয়ার বাইক চালানো হতো। যখন আমি এইচএসসি পাস করি,তখনই বাবা সিদ্ধান্ত নেয় আমাকে একটি বাইক কিনে দিবে। আমার পছন্দ ছিল Gixxer monotone 150cc । কিন্তু বাইক কিনতে যাওয়ার সময় আমি আমার মা,বাবা এবং বোনকে সাথে নিয়ে যাই। তখন আমার মায়ের পছন্দ হয় Gixxer SF ,অবশ্য এইটা আমারও পছন্দ ছিল , কিন্তু দাম একটু বেশি হয় বাবাকে বলার সাহস পায়নি। 

Also Read: Motorcycle Price In Bangladesh

তো অবশেষে সবার পছন্দে Gixxer SF বাইকটি হয় আমার জীবনের প্রথম বাইক। শোরুম থেকে বাসা পর্যন্ত বাবা বাইকটি চালিয়ে নিয়ে আসে। বাসায় আসার পর যখন প্রথমবার আমি আমার নিজের বাইকে উঠি, কেন যেন মনেই হচ্ছিল না আমার বাইক ! পরের দিন আমার সকল বন্ধুদের বাইকটি দেখালাম, সবাই পছন্দ করলো। প্রথম ১৫০০ কিলোমিটার আমি বাইকের স্পিড কখনো ৬০ কিলোমিটার এর উপরে ওঠাইনি অর্থাৎ ব্রেক ইন পিরিয়ড মেনে চলেছি। 

suzuki gixxer sf

প্রথম প্রথম এই বাইকের গিয়ার শিফটিং আমার কাছে এত শক্ত মনে হতো, যেহেতু এর আগে আমি ডিসকভার চালিয়েছি। প্রথম সার্ভিসিং এর পর, সার্ভিস সেন্টার থেকে তারা এটার সলিউশন করে দেয়, তবুও আমার কাছে এটা শক্তই মনে হয়। প্রথম সমস্যা যেটা আমার কাছে মনে হয়, বাইকটার পিলিয়ন সিট। আমার কাছে মোটেও কম্ফোর্টেবল লাগে নি। এই বাইকটি নিয়ে আমি এখন পর্যন্ত অনেকবারই লং ট্যুর দিয়েছি। লং টুরে আমি যেটা ফিল করেছি ইঞ্জিন যথেষ্ট গরম হয়। তবে রেডি পিকআপ এবং মাইলেজে এটা কখনো আমাকে নিরাশ করেনি। আমি আমার বাইকটিতে এভারেজ মাইলেজ পেয়েছি ৩৮ থেকে ৪০ কিলোমিটার।

Suzuki Gixxer SF বাইকের কিছু ভাল দিক - 

  • রেডি পিকাপ
  • চাকা মোটা হওয়াতে স্কিড কম করে
  • দেখতে খুবই সুন্দর
  • স্পোর্টস বাইকের ক্যাটাগরিতে হলেও কোন ব্যাকপেইন পাবেন না

Suzuki Gixxer SF বাইকের কিছু খারাপ দিক - 

  • পিলিয়ন সিট আরামদায়ক নয়
  • গিয়ার শিফটিং অনেক শক্ত

Also Read: Suzuki Bike Price in Bangladesh

এই বাইকটি যদিও এখন মার্কেটে নেই। এটার আপডেট যে ভার্সন মার্কেটে বের হয়েছে, সেটার পিলিয়ন সিট যথেষ্ট আরামদায়ক। আমি আমার বাইকের হর্ন পরিবর্তন করে ৭০০ টাকা দিয়ে P70 Horn লাগিয়েছি। আমি ইঞ্জিন অয়েল Motul 10w40 Synthetic ব্যবহার করি। বাইক দিয়ে তোলা আমার সর্বোচ্চ স্পিড ১১৭ কিলোমিটার । ধন্যবাদ।

suzuki gixxer sf

লিখেছেনঃ তুষার

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।