Suzuki Gixxer SF FI ABS মালিকানা রিভিউ ১৪,০০০ কিলোমিটার অভিজ্ঞতা - শাহাদাত হোসেন

This page was last updated on 03-Sep-2025 05:48pm , By Md Kamruzzaman Shuvo

আমি শাহাদাত হোসেন , আমি বর্তমানে Suzuki Gixxer SF FI ABS মডেল এর বাইক ব্যবহার করছি। নিচে বাইকটির উপর আমার অভিজ্ঞতা তুলে ধরলাম। বাইক কেনার দিনটা ছিলো আমার জীবনের অনেক আনন্দের মুহূর্ত। কারণ এটা আমার লাইফের প্রথম বাইক কেনার অভিজ্ঞতা। একজন বাইক লাভার হিসেবে প্রথম বাইক হাতে পাওয়া সত্যিই অসাধারণ অনুভূতি ছিলো।

এখন পর্যন্ত আমি প্রায় ১৪,০০০ কিলোমিটার চালিয়েছি। আলহামদুলিল্লাহ, এখনো বাইকের পারফরম্যান্স নতুনের মতোই পাচ্ছি। এর মূল কারণ হলো আমি নিয়মিতভাবে ঠিক সময়ে মবিল চেঞ্জ এবং সার্ভিসিং করিয়ে থাকি।

Also Read: Motorcycle Price In Bangladesh 

বাইকের প্রায় সব দিকই আমার ভালো লেগেছে। তবে কিছু বিষয় আছে যেগুলো উন্নতির প্রয়োজন মনে হয়েছে -

  • পিছনের ব্রেকিং সিস্টেম আরও ভালো হতে পারত।
  • ফ্রন্ট সাসপেনশন আরও স্মুথ হলে ভালো হতো।
  • ১০-১৫ কিলোমিটার চালানোর পর টেপিট সাউন্ড বেড়ে যায়, যা একটু বিরক্তিকর।

এই ছোটখাটো সমস্যাগুলো ছাড়া বাইকের সামগ্রিক পারফরম্যান্স আমার কাছে ভালো লেগেছে।

সিটি ও হাইওয়েতে মাইলেজ -

  • সিটি রাইডে আমি প্রায় ৪০ কিমি/লিটার মাইলেজ পেয়েছি।
  • হাইওয়ে রাইডে মাইলেজ বেড়ে প্রায় ৪৫-৫০ কিমি/লিটার পর্যন্ত পাওয়া গেছে।

লং ট্যুর এবং সিটি রাইড দুই জায়গার অভিজ্ঞতাই আমার কাছে ভালো ছিলো। তবে দুটো একে অপরের থেকে আলাদা ধরনের ফিল দিয়েছে। মূলত দাম অনুযায়ী স্পোর্টস লুকিং বাইক হিসেবে Suzuki Gixxer SF FI ABS আমার কাছে সেরা মনে হয়েছে। তাই আমি এই বাইকটিকেই বেছে নিয়েছিলাম।

আমি ব্যক্তিগতভাবে অন্য কাউকে এই বাইক কেনার পরামর্শ দিবো না। কারণ বাইকটির দাম কিছুটা বেশি। যদি এর দাম ৩,০০,০০০ টাকার আশেপাশে হতো তবে বাইকটি সত্যিই ভ্যালু ফর মানি হতো।

Also Read: Suzuki Bike Price in Bangladesh 

সব মিলিয়ে Suzuki Gixxer SF FI ABS একটি চমৎকার বাইক। এর স্পোর্টি লুক, মাইলেজ এবং কন্ট্রোল আমার কাছে দারুণ লেগেছে। তবে দামের দিক থেকে কিছুটা বেশি হওয়ায় অন্যদের জন্য আমি এটি সাজেস্ট করি না। ধন্যবাদ ।


লিখেছেনঃ শাহাদাত হোসেন

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।