Mobil 1 Racing 4T - পারফর্মেন্স ইঞ্জিন ওয়েল ইন বাংলাদেশ
This page was last updated on 13-Jan-2025 10:53pm , By Raihan Opu Bangla
Mobil 1 পুরো বিশ্ব জুড়ে অনেক জনপ্রিয় একটি ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড। বাংলাদেশেও মোবিল ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড হিসেবে বেশ সুপরিচিত। বাংলাদেশে মোবিল এর অফিশিয়ালি ডিস্ট্রিবিউটর হচ্ছে MJL Bangladesh।
বাইকবিডি বাংলাদেশের অন্যতম বড় এবং জনপ্রিয় মোটরসাইকেল ব্লগ। Mobil 1 বাইকবিডির অফিশিয়াল ইঞ্জিন ওয়েল পার্টনার। কয়েক মাস আগে আমরা মোবিল এর একটি ইঞ্জিন ওয়েল টেস্ট করেছিলাম এবং সেটি ছিল Mobil 1 Racing 4T 10W-40। তবে চলুন আমরা এই ইঞ্জিন ওয়েলের সম্পর্কে কিছু ফ্যাক্ট জেনে নেই।
Mobil 1 Racing 4T 10W-40 হচ্ছে ফোর স্ট্রোক এডভান্সড ইঞ্জিন ওয়েল এবং এই ইঞ্জিন ওয়েলটি মোটরসাইকেলের হাই পারফর্মেন্স প্রদানের জন্য তৈরি করা হয়েছে। এই ইঞ্জিন ওয়েলটি ইঞ্জিনের পারফর্মেন্স স্মুথ করে থাকে এবং সেই সাথে প্রতিকুল পরিবেশেও ইঞ্জিনকে ভাল ভাবে রান করে থাকে।
Mobil 1 Racing 4T 10W-40 তৈরি করা হয়েছে হাই পারফর্মেন্স সিন্থেটিক ও ব্যালেন্সড কম্পোনেন্ট এর মিশ্রণে। যাতে করে ইঞ্জিন ভাল থাকে এবং উচ্চতাপমাত্রাতেও এর পারফমেন্স এ কোন ঘাটতি না হয়। এটি ইঞ্জিনের লাইফ কে অনেক বেশি বাড়িয়ে দেয় এবং সেই সাথে ইঞ্জিনের পারফর্মেন্স কে অনেক স্মুথ করে তোলে।
Mobil 1 Racing 4T Performance Test Best Engine oil
মোবিলের এই ইঞ্জিন ওয়েলটি ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট এর নিশ্চয়তা দিয়ে থাকে এবং সেই সাথে ইঞ্জিনের পারফর্মেন্স নিশ্চিত করে থাকে। অপর দিকে এর সিন্থেটিক প্রযুক্তি ইঞ্জিনকে রক্ষা করে ধুলোময়লা থেকে।
Also Read: Mobil Engine Oil Trusted Engine Oil for Motorcycle
এছাড়া ঘর্ষণের ফলে ইঞ্জিন থেকে যে তাপমাত্রা উৎপন্ন হয়ে থাকে তা কমিয়ে দেয় এবং সেই সাথে ইঞ্জিনের পাওয়ার আউটপুট নিশ্চিত করে থাকে।
এই Mobil 1 Racing 4T 10W-40 ইঞ্জিন ওয়েলটি স্পেশাল ভাবে এবং উন্নত প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। যাতে করে এই ইঞ্জিন ওয়েলটি যেকোন পরিবেশে সর্বোচ্চ পারফর্মেন্স প্রদান করতে পারে।
এখন আপনার প্রশ্ন আসতে পারে এই ইঞ্জিন ওয়েলের পারফর্মেন্স কেমন বা কতটুকু প্রদান করবে। আমরা এ ক্ষেত্রে আপনাদের এটাই বলব যে আমরা এই ইঞ্জিন ওয়েলটি টেস্ট রিভিউ করেছি। আমাদের ইউটিউব চ্যানেলে রিভিটি দেখে নিতে পারবেন।
আপনি Mobil 1 Racing 4T 10W-40 এর উপর আস্থা রাখতে পারেন। কারণ এটি আপনাকে সর্বোচ্চ পারফর্মেন্স প্রদান করতে সক্ষম। ধন্যবাদ।