Hero Xtreme 125R কার্নিভাল নভেম্বর অফার ২০২৫
This page was last updated on 05-Nov-2025 04:19pm , By Arif Raihan Opu
বাংলাদেশে ভারতীয় মোটরসাইকেল কোম্পানির মধ্যে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে হিরো মোটরসাইকেল বাংলাদেশ। বাংলাদেশে হিরো মোটরসাইকেল তাদের সার্ভিস, এবং মোটরসাইকেলের জন্য বাইকারদের কাছে অনেক বেশি জনপ্রিয়।

Hero Xtreme 125R সেলিব্রেশন অফার নভেম্বর ২০২৫
তাছাড়া বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অন্যতম মডেল হচ্ছে হিরো স্পেলেন্ডার। এই মডেলটি এত বেশি জনপ্রিয় ছিল যে একটা সময় রাস্তায় হিরোর এই মডেলটি অনেক বেশি দেখা যেত। এছাড়া হিরো তাদের ভিন্টেজ মডেল হিরো কারিজমা নতুন ভাবে উচ্চসিসির মোটরসাইকেল হিসেবে বাংলাদেশ লঞ্চ করেছিল।
হিরো মোটরসাইকেল বাংলাদেশ মুলত তাদের কমিউটার সেগমেন্টের মোটরসাইকেলের জন্য জনপ্রিয়। তাদের ১১০ থেকে ১২৫ সিসির মডেল গুলো বাংলাদেশের বাইকারদের কাছে অনেক আকর্ষণীয় মডেল।

মাত্র এক বছর আগে হিরো তাদের ১২৫সিসি সেগমেন্টে যুক্ত করেছিল নতুন Hero Xtreme 125R এই মডেলটি। আর এক বছরে হিরোর এই মডেলটি ৫০,০০০ হাজার এর বেশি এক্সট্রিম ১২৫আর বাইকটি বিক্রয় করেছে।
তাই এই মাইলফলক পার করার জন্য হিরো উদযাপন করছে Hero Xtreme 125R Carnival। এই কার্নিভালের অন্যতম আকর্ষণীয় বিষয় হচ্ছে প্রত্যেক Hero Xtreme 125R মডেলটি ক্রয় করলেই পেয়ে যাচ্ছে ৩,০০০ টাকা ক্যাশব্যাক, সেই সাথে থাকছে এক্সক্লুসিভ টি-শার্ট।


এর সাথে সাথে হিরো মোটরসাইকেল দিচ্ছে ৫ ওয়ারেন্টি। যা মুলত বাংলাদেশে অন্য কোন ব্র্যান্ড আপাতত দিচ্ছে না। এই অফারটি খুব সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে, তাই আপনার যদি ১২৫সিসির এই Hero Xtreme 125R বাইকটি পছন্দ হয়ে থাকে। তবে আপনার কাছাকাছি হিরো মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন।
এই অফারটি চলবে পরবর্তি কোন ঘোষনা না দেয়া পর্যন্ত। তাই আজই হিরোর শোরুমে যোগাযোগ করুন। এছাড়া আমার হিরো থেকে চাইলে কিস্তি সুবিধার মাধ্যমেও আপনি হিরো মোটরসাইকেল ক্রয় করতে পারেন। বিস্তারিত জানতে হিরো মোটরসাইকেল বাংলাদেশ এর ফেসবুক পেজ, বা ওয়েবসাইটে চেক করতে পারেন।
মোটরসাইকেলের সর্বশেষ আপডেট, তথ্য ও খবর জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।