Hero Xpulse 200 4V Pro ও Xpulse 200 4V উন্মোচিত হলো হিরো বাংলাদেশের কম্যুনিটি আপডেট ইভেন্টে
This page was last updated on 13-Dec-2025 11:26am , By Badhan Roy
হিরো বাংলাদেশ, গত শনিবার ৭ই নভেম্বর ২০২৫ তারিখে তাদের এক কম্যুনিটি আপডেট ইভেন্ট আয়োন করে। রাজধানী ঢাকার তেজগাঁও এ অবস্থিত হিরো বাংলাদেশ এর ফ্ল্যাগশিপ শোরুমে এই ইভেন্টটি আয়োজন করা হয়। এই ইভেন্টের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার ছিল বাংলাদেশের বাইকারদের বহুল প্রতীক্ষিত Hero Xpulse 200 4V Pro ও 200 4V এর অফিশিয়াল উন্মোচন।
জমকালো এই আয়োজনে সাধারণ বাইকারদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মত। ৫০০ এর অধিক আমন্ত্রিত এবং সাধারণ বাইকারদের সমন্বয়ে ইভেন্ট এর পুরো সময় বেশ উৎসবমুখর পরিবেশ বজায় ছিল। অনুষ্ঠানের শুরুতেই হিরো বাংলাদেশ এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল মুসাব্বির আহমেদ হিরোর নতুন Xpulse 200 4V ও 200 4V pro মডেল দুইটি বাইকারদের সামনে উন্মোচন করেন।

Hero Xpulse 200 4V Pro ও Xpulse 200 4V উন্মোচিত হলো
হিরোর ইভেন্টটিতে ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল মুসাব্বির আহমেদ একই সাথে বাইকটি স্বল্প সময়ের মধ্যেই কোন প্রকার প্রি-বুকিং ছাড়াই সরাসরি বিক্রয় ও ডেলিভারি শুরু হবে বলেও ঘোষণা দেন। বাহ্যিক দিক থেকে দেখতে প্রায় একই হলেও বেশ কিছু পরিবর্তন আছে প্রো এবং নন-প্রো মডেলের ভিতর তার কিছু কিছু উল্লেখযোগ্য বিষয় যেমন প্রি-লোড ম্যানুয়াল এডজাস্টেবল শক এবসর্বার- তুলে ধরেন।

Hero Xpulse 200 4V Pro ও Xpulse 200 4V বাইক দুইটির মূল্য ঘোষণা না করা হলেও তিনি ঘোষণা করেন বাইকারদের নাগালের মধ্যেই মূল্য রাখার চেষ্টা করছেন এবং ইঙ্গিত হিসেবে তিনি যা বলেছেন তাতে ধারণা করা যাচ্ছে বাইক দুটির মূল্য হয়তোবা ৩ লক্ষ ৫০ হাজারের আশেপাশে হতে পারে।
এছাড়াও তিনি পর্যায়ক্রমে হিরোর আপকামিং বাইকগুলো সম্পর্কে বাইকারদের আপডেট দিয়েছেন, এই আপডেট গুলোর মধ্যে রয়েছে ২০২৬ সালে হিরোর আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় স্কুটার জুম সিরিজ আসতে পারে, সাথে দ্রুতই হিরোর নতুন ১২৫ সিসি গ্লামার এক্স মডেল টি আসার কথা হয়েছে ক্রুজ কন্ট্রোল ও টিএফটি মিটার সহ।

সেইসাথে হিরোর জনপ্রিয় ৩ ভাই খ্যাত Xtreme সিরিজ নিয়ে কিছু এক্সসাইটিং আপডেট রয়েছে। Xtreme 125r এর ভার্শন টু সামনে আসতে পারে যা ডুয়াল চ্যানেল এবিএস, টিএফটি ও ক্রুজ কন্ট্রোল সহ আন্তর্জাতিক বাজারে বেশ সাড়া ফেলেছে। ২ বার স্টক আউট হওয়ার পরে আবারো রিস্টক করা হয়েছে Xtreme 160r বাইকটি। আর বাইকারদের বহুল আকাঙ্ক্ষার Xtreme 250r বাইকটি ঈদের আগে বা পরে আসতে পারে।
Xtreme 250r বাইকটি লঞ্চিং এ দেরী হওয়ার পিছনে কারন হিসাবে জনাব আহমেদ বলেছেন যেহেতু এটি একটি হাই পারফরম্যান্স এবং টেকনলজি সেনসিটিভ বাইক সুতরাং টেকনিশিয়ানদের উন্নত এবং পর্যাপ্ত ট্রেনিং নিশ্চিত না করে তারা বাজারে বাইকটি বিক্রির জন্য ছাড়তে চাচ্ছেন না। যেহেতু আফটার সেলস সাপোর্ট নিশ্চিতের জন্য বিষয়টি জরুরি তাই বাইকটির লণচিং দেরি হওার বিষয় টি যে যৌক্তিক তা বলাই যায়।
একই সাথে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন ইভেন্ট টিতে আলাদা মাত্রা যোগ করেছিল। পরিশেষে বলা যায় হিরোর আগামী ২০২৬ সাল জুড়ে বেশ বড় পরিকল্পনা আছে আর বাইকারদের জন্য তা কতখানি চমকপ্রদ হবে তা সময়ই বলে দিবে।
বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন।