GPX Demon GR165RR Da Corsa প্রতিটা রাইডে নতুন এক অনুভূতি - মিরাজ

This page was last updated on 11-Oct-2025 07:21pm , By Md Kamruzzaman Shuvo

আমি মিরাজ , আপনাদের সাথে আমি আজ আমার বাইকের রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো । বাইক মানে শুধু একটা যানবাহন নয় । এটা একটা স্বপ্ন, একটা অনুভূতি। আমার ক্ষেত্রেও ঠিক তাই। GPX Demon GR165RR Da Corsa কেনার দিনটা ছিল আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। অনেক দিনের ইচ্ছা, অনেক স্বপ্ন সব মিলিয়ে সেই দিনটা যেন একটা পরিপূর্ণ স্বপ্নের মতো ছিল।

gpx demon gr165rr da corsa

বাইক কেনার দিন -
সেই রাতে আমি একদম ঘুমোতে পারিনি। সকালে আব্বুর সাথে শোরুমে পৌঁছানোর পর যখন আমার পছন্দের লাল রঙের Demon টা সামনে দেখলাম, চোখ বিশ্বাস করতে পারছিলাম না ! কাগজপত্রের কাজ শেষ করে যখন বাইকটা আমার হাতে দিলো, তখন মনে হচ্ছিল এই মুহূর্তটার জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম ! বাইকটা চালিয়ে বাসায় ফিরে আসার সময় পুরো রাস্তাটা যেন নতুন করে চিনলাম।

GPX Demon GR165R Da Corsa 2 রাইডিং অভিজ্ঞতা

পারফরম্যান্স ও সার্ভিস - 

এখন পর্যন্ত আমি প্রায় ৫,০০০ কিলোমিটার চালিয়েছি। সত্যি বলতে, GPX Demon এর সার্ভিস এককথায় দুর্দান্ত। ইঞ্জিন পারফরম্যান্স থেকে শুরু করে পাওয়ার ডেলিভারি সবকিছুই মুগ্ধ করার মতো। হাইওয়েতে আমি প্রায় ৪০ km/l মাইলেজ পেয়েছি, আর সিটিতে প্রায় ৩০ km/l।

সার্ভিস সেন্টারগুলো খুব সহায়তা করে, তবে আমার মতে সার্ভিস সেন্টারের সংখ্যা আরও বাড়ানো উচিত এবং কিছু পার্টসের দাম একটু কমালে ইউজারদের জন্য দারুণ সুবিধা হতো। এছাড়া ব্রেকিং সিস্টেমটা একটু উন্নত করলে বাইকটা একদম পারফেক্ট হয়ে যেত।

Also Read: Motorcycle Price In Bangladesh

লং রাইড এক্সপেরিয়েন্স -

আমি এই বাইক নিয়ে অনেকবার লং ট্যুরে গেছি । প্রতিবারই বাইকটা আমাকে নিরাশ করেনি। পারফরম্যান্স, স্টেবিলিটি, এবং রোড গ্রিপ সবকিছুই প্রশংসনীয়। শুধু একটা দিক আছে, দীর্ঘ সময় চালালে একটু ব্যাক পেইন হয়, আর সিটিতে বাইকটা একটু বড় হওয়ায় হ্যান্ডেল করা একটু কষ্টকর। তবুও বাইকটা চালানোর ফিলিং এতই প্রিমিয়াম যে এসব বিষয় ভুলে যাওয়া যায়।

gpx demon gr165rr da corsa

কেন এই বাইক - 

GPX Demon এর লুকস আর পাওয়ার কম্বিনেশন সবসময় আমার পছন্দের তালিকায় ছিল। প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছিলাম এই বাইকের ডিজাইনে অ্যাগ্রেসিভ, স্টাইলিশ, আর ইউনিক লুক এর কারনে।

Also Read: GPX Bike Price in Bangladesh 

আমার অভিজ্ঞতায়, GPX Demon GR165R Dacorsa 2 একটা দারুণ বাইক। হ্যাঁ, কিছু ছোটখাটো প্রবলেম আছে, কিন্তু সেগুলোকে পাশ কাটিয়ে দেখলে এটা নিঃসন্দেহে নিজের ক্লাসে সেরা বাইকগুলোর মধ্যে একটি। আমি সবসময় অন্য রাইডারদেরও এই বাইকটা রিকমেন্ড করি। GPX Demon শুধু বাইক নয়, এটা এক আবেগ, এক ভালোবাসা । ধন্যবাদ । 


লিখেছেনঃ মিরাজ 

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।