GPX Demon GR165RR ২০,০০০ কিলোমিটার চালানোর অভিজ্ঞতা - রনক
This page was last updated on 17-Sep-2025 02:15pm , By Md Kamruzzaman Shuvo
আমি রনক , ব্যবহার করছি GPX Demon GR165RR । যেটি নিয়ে আমি আজ আপনাদের সাথে আমার রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো ।

বাইক কেনার দিনটা আমার জীবনের একটি সুন্দর মুহূর্ত। ভুলবশত আমি একটু দেরি করে ফেলেছিলাম, তখন প্রায় শোরুম বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু আমি পৌঁছানোর পর আবার শোরুম খুলে আমাকে বাইকটি ডেলিভারি দেয়। এজন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই রংপুরে GPX এর 3S Center “The Moto City”-কে। এখন পর্যন্ত আমি আমার বাইকটি প্রায় ২০,০০০ কিলোমিটার চালিয়েছি। সার্ভিস নিয়ে আমি অত্যন্ত সন্তুষ্ট।
Also Read: Motorcycle Price In Bangladesh

GPX Demon GR165RR আমার ইউজার রিভিউ ও অভিজ্ঞতা
বাইকের ভালো দিক -
- দাম অনুযায়ী অসাধারণ পারফরম্যান্স
- স্টাইলিশ লুকস ও গ্রাফিক্স
- পাওয়ারফুল টর্ক ও পারফরম্যান্স
- ভালো আফটার সেলস সাপোর্ট
- পার্টস অ্যাভেইলেবিলিটি

উন্নতির জায়গা -
- পিছনের চেইন কোয়ালিটি আরও ভালো হলে ভালো হতো
- হেডলাইটের আলো আরও শার্প হলে রাতের রাইডে বেশি কনফিডেন্স পাওয়া যেত
Also Read: GPX Bike Price in Bangladesh
মাইলেজ এক্সপেরিয়েন্স -
- সিটি রাইড: ৩৬-৩৭ কিমি/লিটার
- হাইওয়ে রাইড: ৪৩-৪৫ কিমি/লিটার
মাইলেজের দিক থেকেও বাইকটি আমাকে সন্তুষ্ট করেছে। সিটি রাইড মজার, তবে জ্যামে পড়লে বাইকটি কিছুটা হিট হয়। লং ট্যুর এ দারুণ অভিজ্ঞতা, পাওয়ার ও কন্ট্রোলে কোনো সমস্যা হয় না। মূলত বাইকের দাম অনুযায়ী পারফরম্যান্স এবং এর লুকস আমাকে আকর্ষণ করেছে। এটাই ছিল আমার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার প্রধান কারণ।
যদি কেউ আমার কাছে মতামত চান, আমি অবশ্যই বলবো হ্যাঁ, GPX Demon GR165RR কিনতে পারেন। কারণ এই বাজেটের মধ্যে বাইকের লুকস , গ্রাফিক্স , টর্ক পাওয়ার , পারফরম্যান্স , পার্টস অ্যাভেইলেবিলিটি ,আফটার সেলস সাপোর্ট সব দিক থেকেই GPX Demon GR165RR একটি বেস্ট চয়েস। ধন্যবাদ ।
লিখেছেনঃ রনক
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
