GPX Demon GR165R ১২,০০০ কিলোমিটার রাইড রিভিউ - রুহান

This page was last updated on 20-Dec-2022 04:32pm , By Shuvo Bangla

আমার নাম মোঃ এহসানুল হক রুহান। আমার বাসা মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায়। আমি একটি GPX Demon GR165R বাইক ব্যবহার করি । বাইকটি নিয়ে আমি আমার মালিকানা রিভিউ শেয়ার করবো ।

আমি বাইকে ভ্রমন ও চলালল করতে খুব বেশি ভালোবাসি। অনেক আগে থেকেই কিছু দক্ষতা আছে। আমি বাইকটি ইতিমধ্যে ১২,০০০ কিলোমিটার অতিক্রম করেছি।

GPX Demon GR165R বাইক সম্পর্কে কিছু মন্তব্য

বাইকটির মেনুফেকচার সম্পর্কে আমরা ইতি মধ্যেই অজ্ঞ হয়েছি। GPX বাইকটি মূলত রেসিং বাইক। মোটেই ভাঙগা রাস্তার জন্য এই বাইক না। হালকা বালুতেও সামনের চাকা স্লিপ করে। যা একটি বাইকারের জন্য খুব বড় ধরনের দূর্ঘটনার কারন হতে পারে। কাদা দিয়ে চালানোর অভিঙ্গতা অনেক বেশি। বাইটিতে ব্যালেন্স খুব ভালো তবে কাদা মাটিতে খুব বাজে অভিজ্ঞতা হয়েছে।

মাইলেজ -
বাইকটি হাইওয়েতে লিটারে প্রায় ৪২-৪৫ মাইলেজ পেয়েছি। আর অফরোডে প্রায় ৩৫-৪০ মাইলেজ পেয়েছি। স্পোর্টস বাইকে এই মাইলেজ আমার মতে ভালোই ।

টপ স্পিড - 
এখন পর্যন্ত ১৩০ টপ স্পিড পেয়েছি ঢাকা-সিলেট হাইওয়েতে। আশাকরি এর থেকে আরো বেশি টপ স্পিড পাওয়া যাবে ।
সিটিং পজিশন -
বাইটির সিটিং পজিশন ভালো , কম্ফোর্ট সিটিং পজিশন ।

হ্যান্ডেলবার -
বাইকটির হ্যান্ডেলবার টি আমার কাছে খুবি কম্ফরটেবল । অনেকক্ষন রাইড করলেও হাতে বা ঘারে বেথা হয়না, রিলাক্স এ রাইড করা যায় ।
হেডলাইট -
এতো দামি একটি বাইকের আলো এতো কম যা মেনে নেয়া দূস্কর। খুব কম আলো দেয়। যা নিয়ে আমি মোটেই সন্তুস্ট না।


ইন্জিন -
যে কোন গিয়ারে সমান Power সাপ্লাই করে। বেশি গিয়ারে RPM একটু থাক্তেই হবে। গিয়ার শিফটিংএ মাঝে মাঝে বাজে শব্দ করে। এখন মোটামুটি সব ঠিক আছে।

সাউন্ড -
সো গুড, কোন মন্তব্য পেশ করছি না। খুব ভালো লাগে সাউন্ডটি।

পিলিওন সিট -
অন্যান্য বাইক থেকে অনেক কমফোর্টেবল। বেশ আরামদায়কও বটে।

ক্লাচ -
স্লিপার ক্লাচ হওয়ায় খুব দ্রুত গিয়ার শিফট করা যায় এবং অন্য বাইক হতে খুব মজাদার ।

লুক - লুকটা অনেক এগ্রেসিভ।

সুইচ - সুইচ গুলো একটু আপডেট করা হয়েছে। পাস লাইট এর সুইচটি আন-কমন করায় আমার খুব ভালো লেগেছে।

বাইকটি নিয়ে একদিনে প্রায় ৫৫০ + কিলোমিটার রাইডের এক্সপেরিয়েন্স আছে। মোটো ট্রাভেল আমার সবচেয়ে বড় শখ। বাইকটি ক্রয় করার একটিই কারন হাইওয়েতে ট্যুর করা। বাইকটি আপনাকে একটি পূর্নাঙ্গ রেসিং বাইকের ফিল দিবে।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রতিটি বাইকারের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা। ধন্যবাদ ।

লিখেছেনঃ  মোঃ এহসানুল হক রুহান 
 
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Lifan KPS250

Lifan KPS250

Price: 0.00

Vespa SXL 150 ABS

Vespa SXL 150 ABS

Price: 313300.00

Vespa VXL 125 (CBS)

Vespa VXL 125 (CBS)

Price: 351000.00

View all Sports Bikes