FNM M8 লাইটের ইউজার রিভিউ – মো. জাহিদ হাসান
This page was last updated on 30-Jan-2025 04:56pm , By Raihan Opu Bangla
আসসালামু আলাইকুম, আমি মো. জাহিদ হাসান। আমি বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি গত এক বছর ধরে হোন্ডা সিবি ট্রিগার বাইকটি ব্যবহার করছি। বাইকটির মাইলেজ, কমফোর্ট, ব্রেকিং, কন্ট্রোলিং সবকিছু নিয়েই আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। কিন্তু কথায় আছে না, সবকিছুর মধ্যে একটু অপূর্ণতা থেকেই যায়, এই বাইকটির অপূর্ণতা হচ্ছে এর হেডলাইটের হ্যালোজেন বাল্ব।
FNM M8 ইউজার রিভিউ
এই কারনে রাতে রাইড করে আমি কনফিডেন্স পাচ্ছিলাম না, ফলে ইন্টারনেটে আমি ঘাটাঘাটি শুরু করি এবং FNM M8 লাইটের ব্যাপারে জানতে পারি। আমার চিন্তাভাবনা ছিল আমি আমার বাইকের ওয়ারিং এ কোন প্রকার কাটাকাটি করব না, পরে দেখতে পাই M8 লাইট টি প্লাগ এন্ড প্লে এবং এতে ওয়ারিং কাটার কোন প্রয়োজন পড়ে না। লাইটটি ইন্সটল করতে আমার কোনরকম সমস্যায় পড়তে হয়নি।
Also Read: Light Price In Bangladesh
দোকানের আসল এবং নকল প্রোডাক্ট নিয়ে আমি কিছুটা চিন্তিত ছিলাম, এরপরে আমি FNM এর অফিসিয়াল ওয়েবসাইট www.fnm.com.bd এর খোজ পাই এবং সেখান থেকেই অর্ডার করি। এক দিনের ভেতর এটি আমি হোম ডেলিভারি পেয়ে যাই।
বাল্বটি তে আমি এক বছরের ওয়ারেন্টি পেয়েছি এবং সবচেয়ে যে জিনিস টি ভাল লেগেছে সেটি হচ্ছে প্রতিটি বাল্বের গায়ে একটি ইউনিক কোড দেওয়া থাকে যেটি স্ক্যান করা মাত্রই কবে কেনা হয়েছে, কে কিনেছে এবং কতদিন ওয়ারেন্টির মেয়াদ বাকি আছে সব তথ্য দেখা যায়।
FNM M8 লাইট টি লাগানোর পরে আমার বাইকের হেডলাইটের আলোর যে সমস্যা ছিল সেটি নেই এবং যে পরিমাণ আলো এই লাইটটি থেকে আমি পাচ্ছি তা আমার জন্য যথেষ্ট। আমার বাইকের আগের হ্যালোজেন বাল্বটি ছিলো হলুদ আলোর এবং আলোটি থ্রটলের সাথে বাড়তো এবং কমতো যা এই সময়ে এসে একদম ই বেমানান।
Also Read: FNM LED Light Price In Bangladesh
M8 লাইটটি এলইডি এবং আলো সাদা হওয়ার কারনে আমার নাইট রাইডের কনফিডেন্স অনেকটাই বেড়েছে এবং থ্রটলের সাথে লাইটটির আলোর বেড়ে যাওয়া বা কমে যাওয়ার সমস্যা নেই। লাইটটিতে এক্সট্রা কোন রিলে লাগানোর প্রয়োজন পরেনি, পাশাপাশি লাইটটি তে ছোট একটি কুলিং ফ্যান দেওয়া হয়েছে যা যথেষ্ট কার্যকরী।
৮০০ টাকা প্রাইস রেঞ্জে FNM M8 লাইটটি আমার কাছে যথেষ্ট ভ্যালু ফর মানি মনে হয়েছে। সেফটি নিয়ে যেমন কম্প্রোমাইজ করা উচিৎ না তেমনি নাইট রাইডে হেডলাইট নিয়েও কম্প্রোমাইজ করা উচিৎ না। তাই আমি বলব M8 লাইটটি হাইলি রেকোমেন্ডেড।