CFMOTO 300SR এর জন্য আয়োজন করা হচ্ছে স্পেশাল ডায়গনস্টিক ক্যাম্প

This page was last updated on 17-Jul-2025 08:22am , By Raihan Opu Bangla

বাংলাদেশে সিসি লিমিট বৃদ্ধির পর নতুন অনেক ব্র‍্যান্ড এবং হায়ার সিসির অনেক বাইক মার্কেটে এসেছে। এদের মধ্যে কম সময়ে অন্যতম জনপ্রিয়তা পাওয়া স্পোর্টস ক্যাটাগরির বাইকের মধ্যে CFMOTO 300SR বেশ উল্লেখযোগ্য।

CFMOTO 300SR ডায়গনস্টিক ক্যাম্প 

cfmoto-300sr-check-up

CFMOTO Bangladesh তাই তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে 300SR ব্যাবহারকারীদের জন্য স্পেশাল ডায়গনস্টিক ক্যাম্পেইনের আয়োজন করেছে।

আগামী ৮ই জুলাই থেকে ১০ই জুলাই পর্যন্ত ৩ দিনব্যাপী এই আয়জনে থাকছে CFMOTO টিমের এর দক্ষ ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের দ্বারা 300SR এর ডায়গনস্টিক ও  কম্পলিট চেক আপের সুবিধা।

Also Read: CFMOTO Bike Price In Bangladesh

তাই আপনার শখের CFMOTO 300SR এর বেস্ট পারফরম্যান্স নিশ্চিত করতে বাইকটি নিয়ে চলে আসুন মিরপুরে অবস্থিত CF Moto Bangladesh এর ফ্ল্যাগশিপ শোরুমে।

বিস্তারিত জানতে CFMOTO Bangladesh এর শোরুম এবং ফেসবুক পেজ যোগাযোগ করতে পারেন।