Bajaj Pulsar NS 160 নিয়ে ১২,০০০কিমি ভ্রমন কাহিনী লিখেছেন রাকিব আহমেদ

This page was last updated on 11-Jul-2024 03:16am , By Saleh Bangla

আমি রাকিব আহমেদ । বাইক চালানোটা আমার অন্যতম নেশা । ঘুরে বেড়াতে পছন্দ করি । তাই ঈদের পর আমি এবং আমার সাথের কয়েকজন বাইকার বন্ধু ঘুরে এসছি বাইক নিয়ে । খাগড়াছড়ি, বান্দরবন ,চিম্বুক, নীলগিরি,ডিম পাহাড়,কক্সবাজার ,মেরিন ড্রাইভ,ইনানি । এই ভ্রমনে আমার সঙ্গী ছিল Bajaj Pulsar NS 160 । তাই এই ভ্রমন কাহিনীয়ে আজকের এই লেখা ।

Bajaj Pulsar NS 160 নিয়ে ১২,০০০কিমি ভ্রমন কাহিনী

 আমরা ঈদ এর ৩য় দিন ১৮ তারিখ রাত ১২ টায় নারায়নগঞ্জ থেকে আমার Bajaj Pulsar NS 160 সহ ৭টা বাইকে মোট ১০ জন প্রথমে খাগড়াছড়ি,সাজেক যাওয়ার জন্য রওনা হই সকালে আমরা খাগরাছড়ি পৌছে যাই এবং সাজেক এর জন্য রওনা দেই ।সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছিল আমরা সেনাবাহিনীর ক্যাম্প এর সামনে প্রায় ১ ঘন্টা দাড়ায় ছিলাম ।

 বৃষ্টির কারনে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল তাই ক্যাম্প এর সামনে থেকে সাজেক যাওয়া ক্যান্সেল করে দেই । গ্রুপ এর ৫ টি বাইকার ঠিক করে যে তারা কক্সবাজার চলে যাবে কিন্তু আমি আর রাহাত ভাই বলছি যে আমরা প্লান অনুযায়ী প্রথমে খাগড়াছড়ি তার পর বান্দরবন দিয়ে নীলগিরি দিয়ে থানচি ডিম পাহাড় দিয়ে কক্সবাজার যাব ।বাকি সবাই চলে গেল ।

 আমরা ১ দিন খাগড়াছড়ি থাকলাম ।পর দিন খাগড়াছড়ি রিসাং ঝর্না ,আলুটিলা গুহা ইত্যাদি দেখার পর বান্দরবন চলেযাই ।বান্দরবন হোটেলে ১ রাত থাকার পর পরের দিন সকাল ৫ টায় সূর্য উদয় দেখতে আমরা চলে যাই নিলাচল পর্যটন কেন্দ্রে ,তারপর স্বর্ন মন্দির ,মেঘলা পর্যটন কেন্দ্র দেখার পর আমরা হোটেলে চলে যাই ।

>>Bajaj Pulsar NS 160 First Impression<<

হোটেল ১০:৩০ এ ছেড়ে রওনাদেই চিম্বুক, নীলগিরি,ডিম পাহাড় হয়ে কক্সবাজার এর উদ্দেশ্যে ।নীলগিরি যাওয়ার পথে এই রোদ এই বৃষ্টি ছিল ।

 

 তাই সবসময় রেইন কোর্ট পরে থাকতে হয়ছে । নীলগিরির পর আমরা যখন ডিম পাহাড়ের দিক রওনাদেই তখন বাইক এর উপর অনেক পেশার দিতে হয়েছে প্রতিটা পাহাড় এর উপর ১ম গিয়ার এ উঠতে হয়ছে । থানচি ,ডিম পাহাড় ,আলীকদমের রোড দিয়ে কক্সবাজার পৌছাই রাত ৮:৩০ মি:। 

Also Read: Pulsar Stuntmania - দ্বিতীয় পর্বের বিস্তারিত

আমরা কক্সবাজার এ ২ রাত থাকি । হিমছরি ,ইনানি ,ইত্যাদি যায়গা গুরি ।টেকনাফ যাওয়া হয়নি ঘাড়ে প্রচন্ড ব্যাথা ছিল তাই । ২২ জুন সকাল ১২ ট।য় কক্সবাজার থেকে নারায়নগঞ্জের উদ্দেশ্যে রওনাদেই পৌছাই রাত ১০ টায় । কিছু তথ্যঃ ১/বৃষ্টির দিনে রেইন কোট সাথে রাকবেন । ২/তেল ফুলকরে নিয়ে যাবেন । ৩/চাকায় জেল দিয়ে যাবেন । ৪/টুলবক্স সাথে নিবেন ।

 এই ছিল আমার Bajaj Pulsar NS 160 নিয়ে ভ্রমন কাহিনী । আশা করছি পুরো বাংলাদেশ ঘুরে দেখতে পারব । আর বাজাজ পালসার এনএস একটি অসাধারন বাইক।

লিখেছেনঃ মোঃ রাকিব আহমেদ   

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Latest Bikes

EVE E-Motorcycle

EVE E-Motorcycle

Price: 95000

EVE E-Scooter

EVE E-Scooter

Price: 85000

Revoo C32

Revoo C32

Price: 139900

View all Sports Bikes

Upcoming Bikes

TVS Ntorq 125 Fi

TVS Ntorq 125 Fi

Price: 229900

TVS Raider 125 Fi

TVS Raider 125 Fi

Price: 189900

Maxivo DK 350S

Maxivo DK 350S

Price: 0

View all Upcoming Bikes