২০২৫ সালের প্রথমার্ধে মোটরসাইকেল ইন্ডাস্ট্রির দুর্দান্ত প্রত্যাবর্তন
This page was last updated on 05-Jul-2025 02:58pm , By Raihan Opu Bangla
২০২৫ এর আমরা অর্ধেক সময় পার করে ফেলেছি। ঠিক এই সময়ে মোটরসাইকেল ইন্ডাস্ট্রির গ্রোথ বেশ ভাল বলা যায়। এছাড়া মোটরসাইকেল সংশ্লিষ্ট সকল ইন্ডাস্ট্রির গ্রোথও বেশ ভাল বলা যায়। ২০২৫ এ অনেক সমস্যা থাকার পরও মোটরসাইকেল ইন্ডাস্ট্রি বেশ ঘুরে দাড়িয়েছে।
২০২৫ সালের প্রথমার্ধে মোটরসাইকেল ইন্ডাস্ট্রির দুর্দান্ত প্রত্যাবর্তন

গত ৩ বছরের চেয়ে বাংলাদেশের দ্বিতীয় গ্রোথ ইন্ডাস্ট্রি হিসেবে মোটসাইকেল ইন্ডাস্ট্রির উন্নতি ঘটেছে। এই বছরের প্রথম অর্ধ বছরে প্রায় ২,৫৪,০০০ ইউনিট মোটরসাইকেল বিক্রয় ও বিপনন করা হয়েছে।
২০২৪ এর অর্ধ বছরের হিসেবে এই বছর মানে ২০২৫ সালের প্রথমার্ধে ২৬ শতাংশ গ্রোথ হয়েছে। এই অন্যতম কারণ হচ্ছে গত মে এবং জুন ঈদের থাকার কারনে ৯১,০০০ ইউনিট পাইকারী বিক্রয় হয়েছে এবং খুচরা হিসেব অনুযায়ী প্রায় ১ লাখ ইউনিট হবার সম্ভাবনা সবচেয়ে বেশি।

এই বছর সবচেয়ে বেশি সেলস এসেছে ১৫০সিসি সেগমেন্ট থেকে। এই সেগমেন্টে প্রায় ৪৮ শতাংশ বিক্রয় করে মার্কেট লিড করছে, অপর দিকে ১২৫সিসি সেগমেন্টে বিক্রয় হয়েছে ২৪ শতাংশ এবং ১০০ সিসি সেগমেন্টে বিক্রয় হয়েছে ২১ শতাংশ। অপর দিকে ১৮০সিসি বা তার উপরে বিক্রয় হয়েছে ৭ শতাংশ।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

মোটরসাইকেলের প্রতিযোগীতামুলক বাজারে এবার সবার উপরে আছে সুজুকি মোটরসাইকেল। সুজুকি বর্তমানে প্রায় ১৯.৮ শতাংশ মার্কেট শেয়ারের মাধ্যমে মার্কেটে সবার উপরে রয়েছে। ঠিক এরপরেই রয়েছে বাজাজ, যারা ১৯ শতাংশ, এরপর ইয়ামাহা ১৮.৮ শতাংশ, এবং হিরো রয়েছে ১৮.২ শতাংশ নিয়ে অবস্থানের চারে। এছাড়া হোন্ডা ১৫.৯ শতাংশ নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে।
গত বছর মার্কেটে লঞ্চ হওয়া রয়েল ইনফিল্ডের অপস্থানও বেশ ভাল বলা যায়। তাদের মার্কেট শেয়ার হচ্ছে ৩.৫ শতাংশ। তুলনামুলক ভাবে দেখা যায় যে এবার গত ৬ মাসে সবচেয়ে বেশি গ্রো করেছে হিরো মোটরসাইকেল, তারা ৩.৩ শতাংশ গ্রো করেছে। এর সাথে সাথে হোন্ডাও বেশ ভাল গ্রো করেছে ২.৬ শতাংশ।
ইয়ামাহা মোটরসাইকেল এরও গ্রো হয়েছে গত বছর মানে ২০২৪ এর প্রথম ৬ মাসের চেয়ে ০.৫ শতাংশ গ্রোথ হয়েছে।
১০০-১১০ সিসি সেগমেন্টে হিরো এবং হোন্ডা দুটো ব্র্যান্ড ই তাদের রাজত্ব ধরে রেখেছে। Splendor+, Hf Deluxe এবং Dream 110 মডেল গুলো এই সেগমেন্টে বেশ এগিয়ে রয়েছে। আবার ১২৫সিসি সেগমেন্ট বাজাজ সবার উপরে রয়েছে তাদের ডিস্কভার ১২৫ নিয়ে, এছাড়া হিরোর নতুন লঞ্চ হওয়া হিরো এক্সট্রিম ১২৫, এবং হোন্ডা এসপি ১২৫ বাইক গুলোও এই সেগমেন্টে বেশ এগিয়ে রয়েছে।
১৫০সিসি সেগমেন্টে জিক্সার এবং এফজেড দুটি মডেল ই সবার উপরের দিকের স্থান দখল করে আছে। যার কারনে সুজুকি এবং ইয়ামাহা দুটি ব্র্যান্ডই এখন তালিকায় সবার উপরের দিকে অবস্থান করছে।
যেহেতু নতুন বাজেটে মোটরসাইকেল ইন্ডাস্ট্রির উপর সেভাবে কোন প্রভাব পরেনি, তাই আমরা আশা করতে পারি যে বছরে পরবর্তি ৬ মাসে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি আরও ভাল করবে। তবে এটা ভুলে গেল চলবে না তালিকার প্রথম চারটি ব্র্যান্ডের ভেতর মাত্র ২ শতাংশের পার্থক্য রয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে বছরের বাকি মাস গুলোতে কোন ব্র্যান্ড কেমন করবে। আর সেটা আমরা বছরের শেষে গিয়ে জানতে পারব। ধন্যবাদ।
তথ্য এবং প্রতিবেদনঃ Mustafizure Rahman (বাইকবিডি ফেসবুক গ্রুপ)
