মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে ১৫০সিসি সেগমেন্টের মার্কেট শেয়ারে সবার উপরে ইয়ামাহা মোটরসাইকেল
This page was last updated on 01-Aug-2024 10:55am , By Raihan Opu Bangla
বাংলাদেশে সম্প্রতি ৩৫০সিসি পর্যন্ত সিসি লিমিটেশন বাড়ানো হয়েছে। এর আগে বাংলাদেশে ১৫০ এবং তারপর ১৬৫সিসি পর্যন্ত সিসি লিমিটেশন দেয়া হয়। অনেক দিন থেকেই এই সেগমেন্টের মোটরসাইকেল বাংলাদেশের রাস্তায় চলতে দেখেছি।
১৫০সিসি সেগমেন্টে আমরা অনেক জনপ্রিয় ব্র্যান্ড এবং মডেল দেখেছি। বাংলাদেশে ১৫০সিসি সেগমেন্টে অনেক জনপ্রিয় মডেল নেকেড এবং স্পোর্টস মোটরসাইকেল আমরা দেখতে পেয়েছি। এই ১৫০সিসি সেগমেন্টের জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা।
মোটরসাইকেল ইন্ডাস্ট্রি ধীরে ধীরে অনেক বড় হয়েছে। বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় নাম যুক্ত হয়েছে। তাদের কাজের পরিধি বেড়েছে। বাংলাদেশে আমরা নতুন নতুন অনেক ব্র্যান্ড দেখতে পেয়েছি। তাদের মোটরসাইকেলের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছে।
বর্তমানে এই ইন্ডাস্ট্রি অনেক বড় হয়েছে। এর মার্কেট ভ্যলু বেড়েছে, সেই সাথে মার্কেট শেয়ার ও দখল করার একটা প্রতিযোগীতা লক্ষ্য করা যাচ্ছে। এখন এখানে অনেক বড় বড় ব্র্যান্ড রয়েছে যারা তাদের ভিন্ন ভিন্ন সেগমেন্টের মোটরসাইকেল কারণে মার্কেটে বেশ জনপ্রিয় এবং প্রভাব বিস্তার করেছে।
আমরা গতি দুই অর্থ বছরের মোটরসাইকেল বিক্রয়ের পরিমান হিসেব করলে দেখতে পাই যে, কিছু কিছু ব্র্যান্ডের মোটরসাইকেল বিক্রয় বেড়েছে আবার কিছু ব্র্যান্ডের কমেছে। এ থেকে বোঝা যায় যে মার্কেট শেয়ার এর লড়াই বেশ জমে উঠেছে।
এক্ষেত্রে আমরা ইয়ামাহা মোটরসাইকেল কে এগিয়ে যেতে দেখেছি। তারা বর্তমান সময়ে ১৫০সিসি সেগমেন্টে মার্কেটে লিডার হিসেবে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। বিশেষ ভাবে তাদের Yamaha FZS Fi V2 এবং Yamaha FZS Fi V3 বাইক মডেল দুটি বাংলাদেশের বাইকারদের কাছে অনেক জনপ্রিয় দুটি মডেল।
গত অর্থ বছরে মানে ২০২১-২০২২ অর্থ বছরে ইয়ামাহা এর যে লক্ষ্যমাত্রা ছিল তা এই অর্থ বছরের মানে ২০২২-২৩ অর্থ বছরে এসেছে ১৫ শতাংশ বেড়েছে। এর মানে হচ্ছে ইয়ামাহা বাইকারদের সাথে সাথে অর্থনৈতিক ভাবেও ইন্ডাস্ট্রিতে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে।
আমরা লক্ষ্য করলে দেখতে পাব যে এসিআই মোটরস লিমিটেড যারা বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর তারা বাংলাদেশের বাইকারদের মাঝে ইয়ামাহা ব্র্যান্ড কে অনেক বেশি ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে।
পুরো বিশ্ব জুড়ে ইয়ামাহা এর আলাদা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। বাংলাদেশও এর বিপরীত নয়। প্রিমিয়াম মোটরসাইকেলের জন্য ইয়ামাহা অনেক বেশি পরিচিত। এছাড়া বর্তমানে তারা বাংলাদেশের ১৫০সিসি সেগমেন্টে মার্কেট লিডার হিসেবে পরিচিত লাভ করেছে।
বলা যায় আগামীতে ইয়ামাহা বাংলাদেশের মোটরসাইকেলে ইন্ডাস্ট্রিতে বেশ বড় রকমের প্রভাব বিস্তার করতে সক্ষম হবে বলে আমরা ধারণা করছি। এর সাথে সাথে আমরা উচ্চ সিসির অনেক প্রিমিয়াম ইয়ামাহা মোটরসাইকেলও বাংলাদেশে দেখতে পাব বলে আশা রাখছি। ধন্যবাদ।