হোন্ডা দিচ্ছে তাদের মোটরসাইকেল Honda XBlade 160 ডিস্কাউন্ট
This page was last updated on 01-Aug-2024 11:45am , By Raihan Opu Bangla
হোন্ডা দিচ্ছে তাদের মোটরসাইকেল Honda XBlade 160 ডিস্কাউন্ট
পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মোটরসাইকেল কোম্পানি হচ্ছে হোন্ডা। বাংলাদেশে সাধারণত মোটরসাইকেল কে হোন্ডা নামেই ডাকা হয়। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বর্তমানে বাংলাদেশেই মোটরসাইকেল উৎপাদন করে থাকে।
Honda XBlade 160 বাইকটিতে দিচ্ছে ৩০০০ টাকা ডিস্কাউন্ট
হোন্ডা বাংলাদেশ তাদের জনপ্রিয় মোটরসাইকেল মডেল Honda XBlade 160 বাইকটিতে দিচ্ছে ডিস্কাউন্ট অফার। এই বাইকটি ১৬০সিসি নেকেড স্পোর্টস কমিউটার সেগমেন্টে বেশ জনপ্রিয় একটি মডেল।
বাইকটির ডিজাইন লুকস এবং এর পারফর্মেন্স এই সেগমেন্টে বাইকটিকে জনপ্রিয় করে তুলেছে। হোন্ডা এক্সব্লেড বাইকটিতে দেয়া হয়েছে ১৬০সিসি বিশিষ্ট একটি শক্তিশালী ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১৩.৯ বিএইচপি এবং ১৩.৯ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।
তবে এই বাইকটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এই বাইকটির মাইলেজ। মুলত এই কারণেই বাইকটি বেশি জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া এই সাথে বাইকটির লুকস ও আধুনিক প্রযুক্তি একে এই সেগমেন্টে অন্য মডেলের চেয়ে বেশ এগিয়ে রেখেছে।
বর্তমানে বাইকটিতে ৩০০০ টাকার ডিস্কাউন্ট অফার দেয়া হচ্ছে। এই অফারটি খুব সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে। অফারটি আপনি হোন্ডা বাংলাদেশ এর যেকোন শোরুম থেকে গ্রহণ করতে পারবেন।
হোন্ডা বাংলাদেশ ঢাকার অদূরে মুন্সিগঞ্জে তাদের কারখানা স্থাপন করেছে। বর্তমানে তাদের বেশিরা ভাগ মোটরসাইকেল দেশেই উৎপাদিত হয়ে থাকে। এছাড়া কিছু দিন আগেই বাংলাদেশে সিসি লিমিটেশন ৩৫০সিসি পর্যন্ত বাড়ানো হয়েছে।
এতে করে আমরা হোন্ডার আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ অনেক উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশে দেখতে পাবো বলে আশা করছি। যদিও আমরা জানি না তারা কোন মডেল বাংলাদেশে নিয়ে আসবে। তবে সবার স্বপ্নের CBR250RR বাইকটি যদি বাংলাদেশ আসে তবে সেটা স্পোর্টস বাইক লাভারদের জন্য একটি খুশির খবর হবে বলেই আমরা ধারনা করছি।
যাইহোক, হোন্ডা বাংলাদেশের বর্তমান ডিস্কাউন্ট অফারটি হোন্ডাপ্রেমীদের জন্য একটি দারূণ অফার হবে বলেই আমরা ধারণা করছি। হোন্ডা এক্সব্লেড মডেলটিতে দেয়া হচ্ছে ৩০০০ টাকা ক্যাশ ডিস্কাউন্ট অফার।
অফারটি খুব সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে। পরবর্তি কোন ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলবে। তাই আজই আপনার পছন্দের কালারের Honda XBlade বাইকটি ক্রয় করে ক্যাশ ডিস্কাউন্ট বুঝে নিন। মোটরসাইকেলের দাম, টিপস ও তথ্য সম্পর্কে জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।