হিরো বাইক মেলা - বাইক কিনুন গাড়ি জিতুন!
This page was last updated on 29-Jul-2024 11:50pm , By Raihan Opu Bangla
হিরো বাইক কোম্পানি তাদের গ্রাহকদের কথা চিন্তা করে এইচ এম সি এল নিলয় বাংলাদেশ লিমিটেড , বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল এবং স্কুটার উৎপাদনকারী প্রতিষ্ঠান হিরো মটোকর্প ও নিলয় মটরস লিমিটেড এর উদ্যোগে নভেম্বর মাস জুড়ে বাইক মেলার আয়োজন করেছে হিরো বাইক মেলা ২০২১। একক ব্রান্ড হিসেবে হিরো বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল এবং স্কুটার প্রস্তুতকারক কোম্পানি। টানা ২০ বছর যাবত কোম্পানিটি ১০০ মিলিয়নেরও বেশি সেল করেছে । হিরো মটোকর্পের ৮ টি উন্নতমানের কারখানা রয়েছে এর মধ্যে ৬ টির অবস্থান ভারতে এবং একটির অবস্থান বাংলাদেশে এবং একটি কলম্বিয়াতে।
হিরো বাইক মেলা
নভেম্বর মাসজুড়ে সারাদেশে অনুমোদিত শোরুম থেকে যেকোনো হিরো বাইক কিনলেই থাকছে TATA Indigo গাড়ি জেতার সুযোগ। এছাড়া Thriller 160R কিনলেই ৩২ ইঞ্চি LED TV একদম ফ্রি। সেই সাথে যেকোনো বাইক কেনায় নিশ্চিত ৳৯,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও আকর্ষণীয় উপহার তো থাকছেই! তাই আজই চলে আসুন হিরো মেলায়।
হিরো মটোকর্প বাংলাদেশ ৫০০টির ও বেশি শো-রুম ও নেটওয়ার্কের মাধ্যমে বাইক বিক্রি করে থাকে। হিরো বাইক মেলা সম্পর্কে জানতে আপনার নিকটস্থ হিরো বাইক শো-রুম অথবা টাচ পয়েন্টে যোগাযোগ করুন। ২০১৪ সালে হিরো মটোকর্প (এইচ এম সি এল বাংলাদেশ) ও নিটল নিলয় গ্রুপের যৌথ উদ্যোগে হিরো বাংলাদেশে যাত্রা শুরু করে। বর্তমানে যশোরে তাদের একটি কারখানা রয়েছে। যার বার্ষিক উৎপাদন ক্ষমতা হচ্ছে ১,৫০,০০০ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার।
Click To See Hero Thriller 160R First Impression Review
বাংলাদেশে হিরো মটোকর্প সর্ব প্রথম শুরু করেছে ৫ বছরের ওয়ারেন্টি। বর্তমানে কোম্পানিটি বাংলাদেশে আটটি মডেলের মোটরসাইকেল ও দুটি মডেলের স্কুটার বিক্রয় করছে। এই হিরো বাইক মেলা কাস্টোমারদের জন্য একটি সুযোগ বাইকের সাথে গাড়ি জিতে নেয়ার। তাই দ্রুত হিরো এর শো-রুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।