অবশেষে বাংলাদেশে লঞ্চ হল হিরো এর নতুন মোটরসাইকেল হিরো এক্সট্রিম ১৬০আর ৪ভি
This page was last updated on 17-Aug-2025 11:44am , By Raihan Opu Bangla
অবশেষে বাংলাদেশে হিরো মোটরসাইকেল তাদের নতুন মডেল হিরো এক্সট্রিম ১৬০আর ৪ভি লঞ্চ করেছে। সম্প্রতি ঢাকাস্থ পাচ তারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন এ জাক জমকপূর্ন আয়োজনের মাধ্যমে বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে।

হিরো এক্সট্রিম ১৬০আর ৪ভি লঞ্চিং
হিরো মোটরসাইকেল বাংলাদেশ সব সময় তাদের কাস্টোমারদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় হিরো মোটরসাইকেল এবার বাংলাদেশের বাইকারদের জন্য নিয়ে এসেছে তাদের নতুন মোটরসাইকেল হিরো এক্সট্রিম ১৬০আর ৪ভি।
Also Read: Bike Price In Bangladesh

এই বাইকটির সাথে হিরো থ্রিলারের বেশ কিছু মিল এবং ডিজাইনের দিক থেকেও কিছুটা মিল খুজে পাওয়া যায়। তবে হিরো এই বাইকটিতে কালার, গ্রাফিক্স, ফিচার্স সহ অনেক গুলো পরিবর্তন নিয়ে এসেছে।

পরিবর্তনের গুলোর ভেতর এই কালার গ্রাফিক্স বেশ আকর্ষণীয়। এছাড়া প্যানিক বাটন, ড্রাগ টাইম ল্যাপ, এলইডি টেইল লাইট, সিঙ্গেল সিট সহ বেশ কিছু ফিচার্স আপডেট করা হয়েছে।
Also Read: প্রতিযোগীতায় অংশ নিয়ে জিতে নিন Hero Achiever
লঞ্চিং ইভেন্টে বাংলাদেশের বাইকিং কমিউনিটি এবং সাধারণ বাইকার্সরা উপস্থিত ছিলেন। এছাড়া নিটল নিলয় গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুসাব্বির আহমেদ উপস্থিত ছিলেন। হিরো এর পক্ষ থেকে তাদের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সবার দৃষ্টি ছিল দামের উপর। হিরো সব সময় তাদের কাস্টোমারদের কথা চিন্তা করে দাম নির্ধারণ করে থাকে।
Also Read: Hero Motorcycle এখন কিস্তিতে পাওয়া যাচ্ছে
হিরো এক্সট্রিম ১৬০আর ৪ভি এর দাম নির্ধারণ করা হয়েছে ২,৪০,০০০/- টাকা।
খুব শীঘ্রই বাংলাদেশের সকল হিরো অথোরাইজড মোটরসাইকেল শোরুমে বাইকটি পাওয়া যাবে। তাই আপনি যদি বাইকটি দেখতে চান অথবা ক্রয় করতে আগ্রহী হয়ে থাকেন তবে হিরো মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।
