হিরো মোটরসাইকেল বাংলাদেশ দিচ্ছে ০% কিস্তি সুবিধা - সর্বোচ্চ ১২কিস্তি
This page was last updated on 13-Jan-2026 02:22pm , By Arif Raihan Opu
বাংলাদেশে ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড এর ভেতর জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে হিরো মোটরসাইকেল। সিসি লিমিটেশন বাড়িয়ে দেয়ার পর হিরো তাদের কিংবদন্তি মডেল হিরো ক্যারিজমা বাংলাদেশে লঞ্চ করে। এছাড়া তাদের ১৬০ এবং ১২৫ সিসি সেগমেন্টেও দুটি জনপ্রিয় মডেলের মোটরসাইকেল রয়েছে।

হিরো মোটরসাইকেল ০% কিস্তি সুবিধা - সর্বোচ্চ ১২কিস্তি
মোটরসাইকেল ক্রয় আরও সহজ এবং হাতের নাগালে নিয়ে আসতে মোটরসাইকেল ব্র্যান্ড গুলো সব সময় ভিন্ন ভিন্ন অফার নিয়ে এসে থাকে। হিরো মোটরসাইকেল বাংলাদেশ তাদের মোটরসাইকেল মডেলেও নিয়ে এসেছে দারূণ এক অফার।
এই অফারে হিরো মোটরসাইকেল কাস্টমাররা তাদের পছন্দের হিরো মোটরসাইকেলটি কিস্তি সুবিধার মাধ্যমে ক্রয় করতে পারবেন। মুলত ৩৪টিরও বেশি ব্যাংকের মাধ্যমে স্বল্প ডাউন পেমেন্ট দিয়ে আপনার পছন্দের হিরো মোটরসাইকেলটি ক্রয় করতে পারবেন।


এছাড়া থাকছে ০% কিস্তি সুবিধা। ১২ কিস্তি বা ইএমআই পর্যন্ত আপনারা পেতে পারেন এই সুবিধা। ১২৫সিসি সেগমেন্টে জনপ্রিয় Hero Extreme 125R বাইকটিও এই ইএমআই এর মাধ্যমে ক্রয় করতে পারবেন। সেই সাথে হিরোর অন্য সকল মডেলের ক্ষেত্রেও এই অফার প্রযোজ্য হবে।

অপরদিকে মাত্র ৩০ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে ২৪ মাসের কিস্তিতে আপনি ক্রয় করতে পারবেন Hero Splendor Plus Sports Edition। মাত্র ১.৫% সার্ভিস চার্জ দিয়ে আপনিও হতে পারেন একটি হিরো মোটরসাইকেলের গর্বিত মালিক।

বিস্তারিত জানতে হিরো মোটরসাইকেল বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজ, আমার হিরো ডট কম অথবা হিরো মোটরসাইকেল এর যেকোন অথোরাইজড শোরুম এ যোগাযোগ করুন।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইট। ধন্যবাদ।