রাইডের সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে যে কাজগুলো করবেন - বিস্তারিত
This page was last updated on 30-Jul-2024 09:59am , By Ashik Mahmud Bangla
রাইডের সময় সময় হঠাৎ বৃষ্টি এর সম্মুখীন হওয়া খুব কমন একটা সমস্যা। কিন্তু এই সময়টাতে আমরা অনেকেই বেশ কিছু ভুল করে ফেলি যার ফলে আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আজ আমি আপনাদের সাথে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
রাইডের সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে যে কাজগুলো করবেন
১- সবার প্রথমে আপনার মোবাইল, বাইকের সব ডকুমেন্ট, মানিব্যাগ এই জিনিসগুলোকে নিরাপদ স্থানে রাখুন। কারন এই জিনিসগুলো যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে আপনার টাকা যেমন খরচ হবে ঠিক তেমনি এই ডকুমেন্টগুলো ছিঁড়ে গেলে এগুলা পুনরায় তুলতে আপনার অনেক টাকা খরচ হবে। এই জন্য বৃষ্টির দিনে নিজের সাথে পলিথিন রাখুন।
২- আপনার আশেপাশে খেয়াল করুন, দেখুন দাঁড়ানোর জায়গা আছে কিনা। যদি দাড়ানোর মতো জায়গা পান তাহলে বৃষ্টিতে না ভিজে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন।
৩- বৃষ্টি শুরু হলে আমরা অধিকাংশ মানুষ যে ভুলটা করি সেটা হচ্ছে ডানে বামে ভালো ভাবে খেয়াল না করে তাড়াহুড়ো করে যে কোন জায়গায় আশ্রয় নেয়ার চেষ্টা করি। আর এই সময়টাতে দেখা যায় আমরা এক্সিডেন্টের সম্মুখীন হয়ে থাকি। তাই ভালোভাবে লুকিং গ্লাস দেখে সতর্ক বাতি জ্বালিয়ে লেন পরিবর্তন করুন।
৪- আমি এমন অনেক রাইডার দেখেছি যারা বৃষ্টি শুরু হওয়া মাত্রই অকারণে হার্ড ব্রেক করেন। কিন্তু এই কাজটি কখনো করবেন না, এতে আপনার বাইকের পেছনে যে যানবাহন আছে সেটার সাথে আপনার বাইকের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।
৫- তাড়াহুড়ো বাইক এক্সিডেন্টের অনেক বড় একটা কারন। বৃষ্টি শুরুর ঠিক আগের মূহুর্তে সব যানবাহন অনেক তাড়াহুড়ো থাকে, সবাই চায় বৃষ্টি শুরুর আগে নিজ নিজ গন্তব্যে পৌছাতে। আর সময়টাতে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সব সময় মনে রাখবেন হাল্কা বৃষ্টিতে ভিজলে আপনার কিছু নাও হতে পারে, কিন্তু এক্সিডেন্ট হলে আপনি বিপদের সম্মুখীন হবেন।
৬- বৃষ্টি থাকুক আর না থাকুক, বৃষ্টির দিনে একটা রেইনকোর্ট,দুই একটা ছোট পলিথিন, যদি ব্যাগ ব্যবহার করেন তাহলে ব্যাগের রেইন কভার এই জিনিসগুলো নিজের সাথেই রাখুন।
৭- যদি বৃষ্টির মধ্যে খুব বেশি বাইক চালানোর প্রয়োজন হয়, তাহলে বৃষ্টির মধ্যে বাইক চালানোর নিয়মগুলো মেনে বাইক রাইড করুন।
বাইক চালানোর সময় অবশ্যই ভালো মানের হেলমেট ব্যবহার করুন। ভালো মানের হেলমেট সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।