সুজুকির নতুন শোরুম হিসেবে যাত্রা শুরু করল উইংস বিডি

This page was last updated on 01-Aug-2024 07:34am , By Raihan Opu Bangla

উইংস বিডি লিমিটেড বাংলাদেশের অন্যতম বড় মোটরসাইকেল শোরুম। সম্প্রতি উইংস বিডি লিমিটেড Suzuki Bike এর নতুন শোরুম হিসেবে যুক্ত হয়েছে। 

wings-bd-ltd-suzuki-showroom

র‍্যানকন মোটরবাইক লিমিটেড বাংলাদেশে সুজুকির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। অপর দিকে উইংস বিডি লিমিটেড ২০১৩ সালে তাদের যাত্রা শুরু করে। এরপর থেকেই তারা মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে তাদের অবদান রেখে যাচ্ছে। 

গত ৮ বছর ধরেই উইংস বিডি লিমিটেড মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে অবদান রাখার পর তারা নতুন ভাবে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে। সম্প্রতি তারা জাপানিজ ব্র্যান্ড সুজুকির সাথে যুক্ত হয়েছে। 

১১ই অগাস্ট ২০২২ একটি লঞ্চিং ইভেন্টের মাধ্যমে উইংস বিডি লিমিটেড সুজুকির সাথে তাদের যাত্রা শুরু করে। পাব্লিক স্পিকার, লেখক, যোগাযোগ বিশেষজ্ঞ, জনাব সোলায়মান সুখন এই লঞ্চিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন। 

wings-bd-ltd-launching

এছাড়া এই লঞ্চিং প্রোগ্রামে র‍্যানকন মোটরবাইক থেকে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক, শোয়েব আহমেদ। তিনি এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং কেক কেটে এই শোরুমটি উদ্বোধন করেন। 

টিম বাইকবিডিও এই লঞ্চিং প্রোগ্রামে উপস্থিত ছিল। টিম বাইকবিডি এই পুরো প্রোগ্রামটি তাদের ফেসবুক পেজ থেকে লাইভ করে এবং অন লাইন কভার করে। আমরা আশা করছি সুজুকির সাথে উইংস বিডি এর পথ চলা অনেক দূর পর্যন্ত যাবে। ধন্যবাদ। 

শোরুম ঠিকানাঃ

মোনা টাওয়ার, ৩ নিউ ইস্কাটন রোড,

১০০০, ঢাকা, 

ঢাক, বাংলাদেশ

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes