বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড লঞ্চ করেছে কাস্টমারদের জন্য নতুন বিডিহোন্ডা এপ
This page was last updated on 19-Aug-2025 12:42pm , By Raihan Opu Bangla
বর্তমানে মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে। মোটরসাইকেল কোম্পানি গুলো কাস্টমার সার্ভিস বাড়ানোর জন্য তাদের নতুন নতুন আপডেট নিয়ে আসছে। বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হোন্ডা, তারা তাদের কাস্টমার সার্ভিস এ নতুনত্ত্ব নিয়ে এসেছে। সম্প্রতি তারা লঞ্চ করেছে বিডিহোন্ডা মোবাইল এপ্লিকেশন বা মোবাইল এপ।
বিডিহোন্ডা এপ

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড তাদের সার্ভিসের মান এবং কাস্টমারদের সহজে সার্ভিস প্রদানের উদ্দেশ্যে নতুন এই মোবাইল এপটি লঞ্চ করেছে। এতে করে হোন্ডার সকল কাস্টমার সহজে হোন্ডার সার্ভিস সম্পর্কে জানতে পারবেন।
শুধু মাত্র সার্ভিস নয়, স্পেয়ার পার্টস, অফার, এবং কাছাকাছি হোন্ডার সার্ভিস সেন্টার সম্পর্কেও কাস্টমার জানতে পারবেন। এতে করে কষ্ট করে কাস্টমারকে সার্ভিস সেন্টার এর জন্য ঘুরতে হবে না।

এছাড়া এই এপ থেকে হোন্ডার নতুন সব মোটরসাইকেলের খবর, ইভেন্ট আপডেট, অফার সহ সকল তথ্য পেয়ে যাবেন। এর সাথে সাথে আপনি আপনার বাইক মেইনটেনেন্স এবং রাইডিং সেফটি গাইড পেয়ে যাবেন।
এই এপ থেকে চাইলে আপনার পছন্দের হোন্ডা বাইকটি এখান থেকে ক্রয় করতে পারবেন। আর প্রি-বুকিংও দেয়া সম্ভবন। এছাড়া আপনার কাছাকাছি হোন্ডা শোরুম এর ঠিকানা ও বিস্তারিত এই এপেই পেয়ে যাবেন।

বলা যায় বিডিহোন্ডা এই এপটি কাস্টমারের জন্য একটি পরিপূর্ন সমাধান নিয়ে এসেছে। যেখানে বাইক ক্রয় থেকে শুরু করে সার্ভিস, পার্টস, এবং অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে। এপটি এন্ড্রয়েড এবং আইওএস দুটি স্টোর থেকেই ডাউলোড করা যাবে। বিস্তারিত জানার জন্য বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর অফিশিয়াল ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন।
বাইক ও বাইকিং সম্পর্কিত সকল তথ্য ও আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
