নিজের বাইক থেকে তেল দিয়ে বিপদ থেকে উদ্ধার করলেন সার্জেন্ট

This page was last updated on 27-Jul-2024 04:17pm , By Arif Raihan Opu

নিজের বাইকের তেল পলিথিনে ভরে ফ্লাইওভারের উপর বিপদে পড়া এক বাইক আরোহীকে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন পুলিশ সার্জেন্ট শেখ হাবিব। উক্ত ঘটনায় মুগ্ধ হয়েছেন সেই বাইকার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে সেই ঘটনার বেশ কিছু ছবি পোস্ট করে এমনটাই জানিয়েছেন উপকৃত সেই যুবক রাহাত ইসলাম ভূইয়া। ফেসবুকে তিনি জানান, আজকে এবি পজিটিভ প্লাটিলেট ডোনারের পি-পি-ই এর জন্য এবং Md Alamin Sikder ভাইকে রক্তদান করানোর জন্য পিজি হসপিটালে গিয়েছিলাম আমি।

সার্জেন্ট হেল্প 

আসার সময় আমার খেয়াল ছিলোনা বাইকে তেল নেই এবং গুলিস্তান ফ্লাইওভারের উপরে এসে বাইকের তেল শেষ হয়ে যাওয়াতে আমি সহ আমার ভাই Atul Islam আটকে যাই, হঠাৎ বাইকে করে একজন সার্জেন্ট পুলিশ ভাই দূর থেকে আমাদের দেখে বাইক স্লো করে আমাদের জিজ্ঞাসা করেন কি বাইকের তেল শেষ নাকি! বললাম জ্বি তেল শেষ, উনি জিজ্ঞাসা করলেন যে সাথে কোনো পলিথিন আছে কিনা ? বললাম পলিথিন নেই। অতঃপর উনি একটা ছোট পলিথিন বের করে ওনার তেলের ট্যাংক থেকে পলিথিনে তেল বের করে নিয়ে আমাদের তেলের ট্যাংকে ট্রান্সফার করেন। অতঃপর জানতে পারি তার কাছে পলিথিন ছিলো কারণ এটা সে নতুন নয় আজকে দিনেও অন্যজনকে দিয়েছেন এবং এটা তিনি প্রতিনিয়ত করেন মানুষের উপকারের জন্য ।

সড়ক পরিবহন আইন – ধারা এবং জরিমানা সহ বিস্তারিত

SK Habib ভাইয়ার আন্তরিকতা দেখে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে আমি এখনো মনে করি মানবতার কাজে এখনো অনেক কিছু শেখার আছে, স্যালুট জানাই এমন পুলিশ ভাইকে। এখনো আপনার মত মানুষ বেঁচে আছে বলেই মানুষ এখনো রাস্তায় ঠিক ভাবে চলাফেরা কর‍তে পারে। স্যালুট আপনাকে ভাই।

তথ্যসূত্রঃ বাংলাদেশে প্রতিদিন