বাইকের পেইন্টের ঔজ্বলতা ধরে রাখতে ব্যবহার করতে পারেন Flamingo Dashboard Polish

This page was last updated on 13-Oct-2025 03:54pm , By Arif Raihan Opu

শখের বাইকের পারফর্মেন্স এবং মেইন্টেইনেন্স এর পাশাপাশি আউটলুক নিয়ে আমরা প্রচুর চিন্তিত থাকি, কিন্তু বাংলাদেশের আবহাওয়া এবং রোড কন্ডিশনের কারনে প্রোপারলি বাইকের লুক এন্ড শাইন মেইনটেইন করতে পারা টা খুবই কঠিন। এর থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকেই বাইকে পলি বা সিরামিক কোটিং করিয়ে থাকেন।

flamingo-dashboard-polish-price-bangladesh

ফ্লেমিং গো ড্যাশবোর্ড পলিশ

পলি ও সিরামিক কোটিং উপকারী হলেও বাইকের ঔজ্বল্যতা ধরে রাখার জন্য পুরোপুরি যথেষ্ট নয়। এর সলুশ্যন হিসেবে Flamingo Dashboard polish হতে পারে বেশ উপকারী একটি এক্সেসরিজ। 

বিশ্বখ্যাত ব্র্যান্ড Flamingo নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমেরিকান প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং এ তৈরী এবং চায়নায় উৎপাদিত Flamingo ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্ট ISO 9001 সার্টিফিকেশন যুক্ত। রানা এন্টারপ্রাইজ বাংলাদেশে সফলতার সাথে দীর্ঘদিন ধরে Flamingo এর প্রোডাক্টগুলো বাজারজাত করে আসছে।

Dashboard Polish- নাম শুনে অনেকে ভাবতে পারেন এটি হয়তো কেবল গাড়ির ড্যাশবোর্ডে ব্যবহারযোগ্য। কিন্তু না, গাড়ির ড্যাশবোর্ডের পাশাপাশি আপনার বাইকের প্লাস্টিক, ফেব্রিক ও মেটাল পার্টস ছাড়াও আপনাদের বাড়ির আসবাবপত্রের গ্লসি শাইনের জন্যেও প্রোডাক্ট টি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুনঃ মোটরসাইকেল কেয়ার প্রোডাক্ট এর দাম

এটি মূলত একটি protective polishing wax যা পেইন্টের বিবর্ণ বা ফ্যাকাসে ভাব নিমেষেই দূর করে পেইন্টটিকে উজ্জ্বল করে একটা গ্লসি এন্ড সাইনি আউটলুক দিতে সাহায্য করে। পলিশ টি লং লাস্টিং, ফলে একবার ব্যবহারে দীর্ঘসময় গ্লসিনেস ধরে রাখতে সক্ষম। UV ray প্রটেকটিভ হওয়ার কারনে তীব্র রোদে বাইকের কালার ফেড হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বরং কালারের গ্লসিনেস ধরে রাখে।

Flamingo Dashboard polish লেমন, জেসমিন ও স্ট্রবেরী ফ্রেগন্যান্স বা ফ্লেভারে এভেইলেবল। মজার ব্যাপার হচ্ছে, এই পলিশ টি নাকি কেবল মাত্র কালারের ঔজ্বল্যই বৃদ্ধি করে না, বরং ফ্লেভার অনুযায়ী ভিন্ন ভিন্ন চমতকার ফ্রেগন্যান্স ও দিয়ে থাকে। বাইক রাইডের সময় এরকম চমৎকার একটি ফ্রেগন্যান্স আপনার মাইন্ড কে ফ্রেশ করে দিতে পারে নিমেষেই। 

flamingo-dashboard-polish

এখন প্রশ্ন উঠতে পারে যেহেতু এটি স্প্রে পলিশ, তার মানে বাজারের অন্যান্য স্প্রে পলিশের মত এই ক্যানে কেবল গ্যাস আছে কি না? 

উত্তর হচ্ছে না। প্রতি ক্যানের নেট ভলিউম ৪৫০ মি.লি এবং পুরোটাই ইউজেবল। এটি একটি নো গ্যাস প্রোডাক্ট। একটি ক্যান দিয়ে আপনি এট এ টাইম এ ৬ টি বাইক অথবা ৬ বার আপনার বাইক পলিশ করতে পারবেন ইজিলি।

তবে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে এটি রাবার, ফেব্রিক, প্লাস্টিক বা মেটাল সব যায়গায় ইউজ পসিবল হলেও ব্রেক ও ডিস্ক এরিয়া তে ব্যাবহার আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে।

বাইক ও বাইকিং এক্সেসরিজ বিষয়ক সকল তথ্যের জন্য বাইকবিডি এর সাথেই থাকুন।