বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) এর নতুন শো-রুম মিরপুরে

This page was last updated on 07-Jul-2024 10:14am , By Saleh Bangla

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) ঢাকাস্থ মিরপুরে করিম মটরস এর ডিলারশীপে হোন্ডার নতুন শো-রুম খুলেছে। এটি বিএইচএল এর ৬ষ্ঠ ডিলারশীপ ঢাকাতে এবং পুরো বাংলাদেশে ৬০তম। মাত্র ১.৫ বছরের মধ্যে বিএইচএল ঢাকাতে ৪টি ডিলারশীপ খুলেছে।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মিরপুর

মিরপুরে নতুন শো-রুম উদ্বোধনের সময় ইচিরো ইশি এমডি এবং সিইও বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড, মোঃ আশেকুর রহমান হেড অফ ফাইনান্স ও কমার্শিয়াল এবং মিস্টার রাফাত কর্নধার করিম মটরস উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের সময় বিএইচএল এর ম্যানেজিং ডাইরেক্টর বলেন যে হোন্ডা শুধু সেলস এর দিক থেকে এক নাম্বার হবে না, তারা আফটার সেলস সার্ভিসেও বাংলাদেশে এক নাম্বার হবে। তিনি আরো বলেন ফেব্রুয়ারি মাসে হোন্ডা হর্নেট বাংলাদেশে লঞ্চ হতে পারে।

bangladesh honda private limited opening

 Also Read: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) ঢাকা বাইক শো ২০১৮

honda trigger 150 red colour

এখানে বলে রাখা ভালো বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এখন ফ্রি রেজিঃষ্ট্রেশন অফার দিচ্ছে। এই অফারের আওতায় হচ্ছে হোন্ডা ড্রিম নিও, হোন্ডা সাইন এবং হোন্ডা লিভো (ডিস্ক ও ড্রাম)। এই ফ্রি রেজিঃষ্ট্রেশন হবে দু বছরের জন্য। আর এই অফারটি ৫ ফ্রেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত চলবে।

honda livo 110 blue colour

এছাড়া হোন্ডা ১০ বছরের জন্য ফ্রি রেজিঃষ্ট্রেশন অফার দিচ্ছে শুধু মাত্র হোন্ডা ওয়েভ আলফার জন্য। এই অফার চলবে যতদিন স্টক থাকবে ততদিন। এই অফার দুটি বাংলাদেশে হোন্ডার যারা অথরাইজড ডিলার রয়েছে তাদের কাছে পাওয়া যাবে। যেকোন অথরাইজড ডিলার থেকে মোটরসাইকেল কেনার পর কাস্টোমার স্পেয়ার্স পার্টস ও আফটার সেলস সার্ভিস এর সুবিধা পাবে। তাছারা দু বছর বা ২০,০০০ কিমির ইঞ্জিন ওয়ারেন্টিও পাবেন। হোন্ডা বাংলাদেশের প্রথম কোম্পানি যারা শুরু থেকেই থ্রিএস সার্ভিস দিয়ে আসছে এবং একটি স্ট্যান্ডার্ড মেইন্টেইন করছে।

honda showroom mirpur opening ceremony

 বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর নতুন এই শো-রুম মিরপুরে উদ্বোধন করা হয়েছে। এই শো-রুমে হোন্ডা হর্নেট এর জন্য এক কোনায় জায়গা রাখা হয়েছে। এছাড়া বিএইচএল হর্নেট এর সাথে একটি স্কুটার লঞ্চের পরিকল্পনাও করছে। আশা করা যায় খুব বেশি সময় লাগবে না হোন্ডার বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে এক নাম্বার পজিশনে যেতে। Karim Motors Address: 607, Kazipara Begum Rokeya Sharani, Mirpur Dhaka -1216 Phone: 01886688399 , 01678356064

Latest Bikes

SYNTAX NEO

SYNTAX NEO

Price: 0

SYNTAX WILLOW

SYNTAX WILLOW

Price: 0

SYNTAX BLAZE

SYNTAX BLAZE

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

SYNTAX NEO

SYNTAX NEO

Price: 0

SYNTAX WILLOW

SYNTAX WILLOW

Price: 0

SYNTAX BLAZE

SYNTAX BLAZE

Price: 0

View all Upcoming Bikes