বাংলাদেশে ইভি বিপ্লব: স্কুটার মার্কেটে শীর্ষে রিভো

This page was last updated on 09-Sep-2025 04:39pm , By Arif Raihan Opu

বাংলাদেশ অনেক আগেই ইলেক্ট্রিক ভেহিকলের জগতে প্রবেশ করেছে। বর্তমানে ইলেক্ট্রিক ভেহিকল অনেক জনপ্রিয়। গাড়ি, মোটরসাইকেল, স্কুটার সহ সকল ইলেক্ট্রিক ভেহিকলের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।  বর্তমানে বাংলাদেশে ইলেক্ট্রিক স্কুটার অনেক বেশি জনপ্রিয়। খরচ কম এবং অল্প মেইনটেনেন্স হবার কারনে অনেকেই ইলেক্ট্রিক স্কুটার ব্যবহার করছেন। 

ইলেক্ট্রিক স্কুটারের মার্কেট শেয়ার

ev-2025-august-market-data-2025

ইলেক্ট্রিক স্কুটারের মার্কেট বেশ এগিয়ে গিয়েছে। বর্তমানে অনেক গুলো ইলেক্ট্রিক স্কুটার ব্র্যান্ড বাংলাদেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে গত মাসের হিসেবে মার্কেটে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে রিভো বাংলাদেশ

এছাড়া মার্কেটে বর্তমানে ইয়াদিয়া, টেইলজি, ওয়াল্টন তাকিওন এর মত অনেক গুলো জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে। এছাড়া গ্রীন টাইগার, হুয়াইহাই, ডিএক্স আইমা এর মত অনেক গুলো ব্র্যান্ড রয়েছে। 

Also Read: Electric Bike Price In Bangladesh

তবে বর্তমানে মার্কেট শেয়ার এর পরিসংখ্যান অনুযায়ী গত মাসে সবার উপরে ছিল রিভো। ইলেক্ট্রিক স্কুটারের জগত রিভো তার অবস্থান শক্ত করেছে। এছাড়া অন্যান্য ব্র্যান্ড গুলোও বেশ এগিয়ে গিয়েছে। তবে আরএফএল (রাইডো) সেভাবে কোন সফলতার মুখ দেখেনি। আশা করা যাচ্ছে তারাও এই অবস্থানের পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। 

গত মাসের পরিসংখ্যান অনুযায়ী আমরা রিভো সবার উপরে দিকে রয়েছে। তবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়াদিয়া। ইয়াদিয়া মুলত রানার অটোমোবাইলস এর একটি সহযোগী প্রতিষ্ঠান। অপর দিকে সালিডা, গ্রীন টাইগার, টেইলজি, হুয়াইহাই, সহ অন্যান্য ব্র্যান্ড গুলো বেশ ভাল অবস্থানে রয়েছে। 

টেইলজি এবং হুয়াইহাই বাংলাদেশে অফিশিয়ালি এই বছর লঞ্চ হয়েছে। এছাড়া ইয়াদিয়াও অফিশিয়ালি আয়োজন করে বাংলাদেশে লঞ্চ হয়েছে। যদিও এই ব্র্যান্ড গুলো অনেক আগে থেকেই বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। 

তবে গত মাসের পরিসংখ্যান থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে ইলেক্ট্রিক স্কুটারের প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলেছে। এর কারণ হচ্ছে খরচ কম এবং খুবই কম মেইনটেনেন্স, যার কারণে অনেকেই ইলেক্ট্রিক স্কুটারের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। যদিও বা এখন চার্জিং ফ্যাসিলিটি অনেক কম, আমরা আশা করতে পারি ভবিষ্যতে রাজধানী সহ দেশের সকল স্থানে চার্জিং ফ্যাসিলিটি বাড়ানো হবে। 

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর ও টিপস জানার জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।