দাম বেড়েছে হোন্ডার সকল মোটরসাইকেলের - কিন্তু কেন?
This page was last updated on 19-Nov-2023 07:36am , By Raihan Opu Bangla
যদি বিশ্বের প্রথম সারির ৫টি মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানির কথা চিন্তা করেন তাহলে অনায়াসে এই লিস্টে যায়গা করে নেবে হোন্ডা। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি এরই মধ্যে বাংলাদেশের বাইকারদের মাঝেও একটা বড় যায়গা দখল করে নিয়েছে এই ব্রান্ডটি। বাংলাদেশে আরও যে তিনটি জাপানিজ ব্রান্ড রয়েছে তারা নির্দিষ্ট ডিস্ট্রিবিউটর নিয়ে কাজ করলেও হোন্ডা নিজেরাই ব্যবসায় করে আসছে দীর্ঘদিন থেকে।
দাম বেড়েছে হোন্ডার সকল মোটরসাইকেলের দাম - কিন্তু কেন?
এমন কি প্রথম জাপানিজ ব্রান্ড হিসেবে ময়মনসিংহের গজারিয়াতে মোটরসাইকেল তৈরীর কারখানা স্থাপন করেছে তারা। জাপানিজ ব্রান্ডগুলোর মধ্যে মোটরসাইকেল মার্কেট শেয়ারে বর্তমানে সবার উপরেই রয়েছে হোন্ডা।
বিগত কয়েক মাস থেকে বাংলাদেশের মোটরসাইকেল কোম্পানিগুলো এক এক করে তাদের প্রডাক্টের দাম বাড়িয়ে চলেছে এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডও রয়েছে এই তালিকায়। এই অবস্থার কারনে যারা বাইক কিনতে চাচ্ছেন তারা কিছুটা দ্বিধার মধ্যে রয়েছেন। তাহলে, হঠাত বাইকের মূল্য বেড়ে যাওয়ার কারন কি?
মূল্য বৃদ্ধির মূল দুটি কারন হচ্ছে বিশ্ববাজারে পরিবহন খরচ এবং মোটরসাইকেল প্রস্তুতের কাঁচামালের দাম বেড়ে যাওয়া। আর এই দুটির খরচ বেড়ে গেলে তার সরাসরি প্রভাব পড়ে উৎপাদন খরচের উপর এবং যার ভার বেশিরভাগটাই বহন করতে হয় ক্রেতাকে।
প্রতিটি কোম্পানি চায় তাদের প্রডাক্টগুলো সাশ্রয়ী মূল্যে বাইকারদের পৌঁছিয়ে দিয়ে বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরী করতে। কিন্তু শিপিং খরচ বেশি হওয়ায় তাদের পণ্যের বাজারদর বাড়াতে হচ্ছে।
হোন্ডা বাংলাদেশে স্থানীয়ভাবে তাদের পণ্য তৈরি করা শুরু করার পর থেকেই সাশ্রয়ী মূল্যে বাইক সরবরাহ করে আসছে। Honda Dream 110 হচ্ছে তাদের প্রথম স্থানীয়ভাবে উৎপাদিত পুর্নাঙ্গ মোটরসাইকেল যেটি ১১০ সিসি সেগমেন্টে এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে।
Honda Motorcycle Price April 2022
Product Name | Previous Price | Current Price |
Honda CBR 150R (2021) | 540,000/- | 550,000/- |
Honda Xblade 160 (ABS) | 194,900/- | 203,900/- |
Honda Xblade 160 | 174,900/- | 179,900/- |
Honda CB Hornet 160 (CBS) | 191,200/- | 200,900/- |
Honda Dio | 147,900/- | 150,900/- |
Honda CB Shine SP | 130,900/- | 135,900/- |
Honda Livo 110 (Disc) | 113,900/- | 108,900/- |
Honda Livo 110 (Drum) | 104,900/- | 108,900/- |
Honda dream 110 | 91,900/- | 94,900/- |
জাপানি ব্র্যান্ডের পাশাপাশি ভারতীয় মোটরসাইকেল ব্রান্ডগুলোও গত কয়েক মাসে তাদের বাইকের দাম বাড়িয়েছে। আশাকরি খুব শীগ্রই এই বাড়তি দাম কমে আসবে এবং বাইকাররা আগের মত দামেই মোটরসাইকেল কিনতে পারবেন।