BRTA তে না গিয়ে ট্যাক্স টোকেন রিনিউ করার পদ্ধতি - অল্প সময়ে
This page was last updated on 29-Jul-2024 04:55pm , By Raihan Opu Bangla
ট্যাক্স টোকেন রিনিউ করার পদ্ধতি কি ? আপনি যদি কাউকে এই প্রশ্ন করেন তাহলে বেশিরভাগ মানুষ আপনাকে এই উত্তর দিবে , আপনাকে BRTA তে যেতে হবে। সেখানে গিয়ে টাকা জমা দিলে ওরা আপনাকে ট্যাক্স টোকেন দিয়ে দিবে। কিন্তু BRTA তো আর সবার বাসার কাছে না, আর তাছাড়া সময় নিয়ে বিআরটিএ তে গিয়ে সব সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেক সময় টাকা জমা দেয়া হয় না।
কারন অতিরিক্ত মানুষ থাকার ফলে ব্যাংকে টাকা জমা দেয়ার টাইম শেষ হয়ে যায়। টোকেন রিনিউ করার পদ্ধতি কিন্তু একটা না, আজ আপনাদের সাথে টোকেন রিনিউ করার সহজ একটা পদ্ধতি নিয়ে আলোচনা করবো।
BRTA তে না গিয়ে ট্যাক্স টোকেন রিনিউ করার পদ্ধতিঃ
আপনি যদি BRTA যেতে না চান তাহলে সবার আগে আপনাকে আপনার এলাকার আশেপাশের NRBC BANK খুজে বের করতে হবে , তারপর ওই শাখায় ট্যাক্সট টোকেনের ফি অথবা যানবাহনের অন্যান্য ফি জমা নেয় কিনা সেটা কনফার্ম করে নিবেন। বিভিন্ন অনলাইন পোর্টালে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের অনেক ব্যাংক ট্যাক্স টোকেন ফি জমা নিয়ে থাকে, কিন্তু এমনটা হয় না। তাই টাকা জমা দিতে যাওয়ার আগে শিউর হয়ে নিবেন এই ব্যাপারে।
ব্যাংকে গিয়ে ট্যাক্স টোকেন রিনিউ করার পদ্ধতিঃ
কাজটি কোন কঠিন বা ঝামেলার কাজ না, আপনি আপনার আগের ট্যাক্স টোকেনটি সাথে নিয়ে যাবেন , অবশ্যই অরজিনাল কপি হতে হবে। এবার উক্ত ব্যাংকে গিয়ে আপনি BRTA এর টাকা জমা দেয়ার কাউন্টার কোনটা সেটা খুজে নিবেন। তারপর যদি ভিড় থাকে কিছুক্ষণ অপেক্ষা করুন, পুরনো ট্যাক্স টোকেন জমা দিন সাথে ট্রাক্স টোকেন ফি ২৩০০ টাকা।
টাকা জমা দেয়ার পর আপনার হাতে আপনার ট্যাক্স টোকেন দিয়ে দেয়া হবে। আপনি যদি একটু খোঁজ নিয়ে যেতে পারেন এবং আপনার আশেপাশের কোন ব্যাংকগুলো এই টাকা জমা নিয়ে থাকে এটা জানেন তাহলে আপনি ঝামেলা ছাড়া বিআরটিএ তে না গিয়ে আপনার বাইকের ফি সংক্রান্ত কাজগুলো সেরে নিতে পারবেন।
এতে করে আপনার মূল্যবান সময় ও বেঁচে যাবে আবার আপনাকে বিআরটিএর লম্বা লাইনে ও দাঁড়িয়ে থাকতে হবে না।
কোন ব্যাংকে ট্যাক্স টোকেন এর টাকা জমা দেয়া যায়? বেশ কিছু ব্যাংকে ট্যাক্স টোকেনের টাকা জমা দেয়া যায় তবে আমার জন্য NRBC BANK এর শ্যামলি ব্রাঞ্চটা সুবিধা হয়। এই ব্যাঞ্চ আপনি খুব সহজেই খুজে পাবেন। শ্যামলী স্কয়ার থেকে আদাবর থানা যেতে হাতের বাম দিকে আপনি NRBC ব্যাংক পাবেন।
সময়ের সাথে সাথে আমাদের দেশও এগিয়ে যাচ্ছে, আমরা আশাকরি আগামীর দিনগুলোতে BRTA এর অধিকাংশ কাজগুলো বাসায় বসে অনলাইনে সেরে ফেলতে পাবরো।