অনুষ্ঠানের মাধ্যমে টিভিএস লঞ্চ করল আরটিআর ৪ভি এফআই
This page was last updated on 01-Aug-2024 02:02pm , By Raihan Opu Bangla
টিভিএস অটো বাংলাদেশ তরুণ ও RTR প্রেমীদের জন্য দারূন এক সারপ্রাইজ। টিভিএস মোটরসাইকেল সম্প্রতি বাংলাদেশে আরটিআর সিরিজে নতুন একটি বাইক লঞ্চ করেছে। গত ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে, বাংলাদেশে টিভিএস লঞ্চ করেছে তাদের নতুন মোটরসাইকেল TVS Apache RTR 160 4V Fi ভার্সন।
অনুষ্ঠানের মাধ্যমে টিভিএস লঞ্চ করল আরটিআর ৪ভি এফআই
নতুন এই ভার্সনটি আগের ভার্সনের চেয়ে অনেক বেশি রিফাইন, স্মুথ এবং ব্যালেন্সড একটি মোটরসাইকেল। এছাড়া বাইকটিতে অনেক আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে সেই সাথে ইঞ্জিনের পাওয়ার আগের চেয়ে আরও বাড়ানো হয়েছে।
এক জাকজমক পূর্ন আয়োজনের মাধ্যমে টিভিএস অটো বাংলাদেশ তাদের নতুন এই বাইকটি লঞ্চ করেছে। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাইকটি সকলের সামনে লঞ্চ করা হয়।
এই লঞ্চিং অনুষ্ঠানে টিভিএস আর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যাদের মধ্যে টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন, টিভিএস মোটর কোম্পানির কন্টিনেন্ট হেড জনাব যে থাঙ্গারাজন, হেড অফ প্রিমিয়াম বিজনেস জনাব বিমল সাম্বলি ও সিইও বিপ্লব কুমার রায় লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নতুন এই ভার্সনটিতে টিভিএস চেষ্টা করেছে আধুনিক সকল প্রযুক্তি যুক্ত করার। যাদের মধ্যে রয়েছে তিনটি রাইডিং মোড। তিনটি রাইডিং মোড হচ্ছে আরবান, রেইন এবং স্পোর্টস মোড। যা আপনার রাইডিং এক্সপেরিয়েন্সকে সমৃদ্ধ করবে।
এই বাইকটিতে দেয়া হয়েছে ১৫৯.৭সিসি, ফোর ভালব, ওভার স্কোয়ার, ওথ্রিসি (O3C- Oil cooled combustion chamber) ও র্যাম এসিস্ট টেকনোলজি যুক্ত ইঞ্জিন। ওথ্রিসি বা ওয়েল কুল্ড টেকনোলজি ও র্যাম এয়ার এসিস্ট ইঞ্জিনকে সাধারণ ইঞ্জিনের তুলনায় ১০ ডিগ্রী কম বেশি ঠান্ডা করবে।
বাইকটির ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১৭.৫৫ পিএস @৯২৫০ আরপিএম এবং ১৭.৭৩ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এছাড়া এই ইঞ্জিনে যুক্ত করা হয়েছে নতুন রেস টিউনড ফুয়েল ইনজেকশন (আরটি-এফআই)। যার কারণে ইঞ্জিনটি অনেক বেশি স্মুথ হয়েছে।
অপরদিকে এই বাইকটিতে ফিচার্সের অনেক বেশি সমন্বয় ঘটানো হয়েছে। প্রথমত যেটি দেয়া হয়েছে তা সামনের দিকে ২৭০মিমি রোট পেটাল ডিস্ক ব্রেক ও সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস ও রেয়ারে দেয়া হয়েছে ২০০মিমি ডিস্ক ব্রেক।
এছাড়া রেয়ারে দেয়ায় হয়েছে SHOWA ব্র্যান্ডের মনোশক অবজারভার। যেটি আবার গ্যাস ফিল্ড চার্জড করা। গ্রাফিক্সের দিক থেকেও বাইকটি বেশ এগ্রেসিভ ও নতুন ভাবে যুক্ত করা হয়েছে বুলপাপ এক্সহস্ট।
সিট গুলো ডুয়েল টোন সিট ও বেস্ট ক্লাস ফোম দিয়ে তৈরি। এতে করে রাইডিং হবে আরামদায়ক। বাইকটি সব মিলিয়ে এই সেগমেন্টে একটি কমপ্লিট প্যাকেজ বলা যায়।
এই বাইকটি দাম ধরা হয়েছে ২,৬৯,৯৯০/- টাকা। যা বর্তমানে সময়ে প্রতিযোগীতার বাজারে বেশ একটা প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে বাইকটি ম্যাট ব্ল্যাক কালারের সাথে এলয় রিম গুলো হচ্ছে লাল কালারের। বর্তমানে বাইকটি এই একটি কালারেই পাওয়া যাবে। বাইকটি এখন নির্দিষ্ট কিছু টিভিএস শোরুমে পাওয়া যাবে। তবে আমরা আশা করছি দ্রুত সারা বাংলাদেশ বাইকটি এভেইলেবল হবে। মোটরসাইকেলের দাম, তথ্য ও টিপস বিষয়ক সকল কিছুর জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।