গিয়ারএক্স বাংলাদেশে লঞ্চ করেছে তাদের এক্স সিরিজের নতুন মডেল এক্স-২

This page was last updated on 31-Jul-2024 06:37am , By Raihan Opu Bangla

বাংলাদেশে মোটরসাইকেল এক্সেসরিজ ব্র্যান্ড শপের মধ্যে জনপ্রিয় ব্র্যান্ড শপ হচ্ছে গিয়ারএক্স বাংলাদেশ। বর্তমানে তারা তাদের নিজস্ব ব্র্যান্ডের হেলমেট, জ্যাকেটসহ সেফটি গিয়ার্স বাংলাদেশে নিয়ে আসছে। সম্প্রতি তারা বাংলাদেশে লঞ্চ করেছে এক্স সিরিজের হেলমেট এক্স-২।

গিয়ারএক্স বাংলাদেশ এক্স সিরিজের নতুন মডেল এক্স-২

এক্স সিরিজের নতুন মডেল এক্স-২

এক্স সিরিজের হেলমেট গুলো সাধারণত বাজেট ফ্রেন্ডলি এবং সার্টিফাইড হয়ে থাকে। তাই এই সিরিজের বেশ জনপ্রিয়তা রয়েছে। সম্প্রতি এই সিরিজের সম্পূর্ন নতুন গ্রাফিক্স, ডিজাইন সহ এক্স-২ মডেলটি লঞ্চ করা হয়েছে। এই মডেলটির বর্তমানে পাচটি কালারে পাওয়া যাচ্ছে Snow White, Sapphire Blue, Matt Black, Jet Black।  

বাংলাদেশের মোটসাইকেল হেলমেট ব্র্যান্ডের মধ্যে অনেক জনপ্রিয় হেলমেট ব্র্যান্ড রয়েছে। এদের ভেতর বিলমোলা, কেওয়াইটি, আইকন সহ অনেক ব্র্যান্ড রয়েছে। তবে বাংলাদেশের ব্র্যান্ড হিসেবে গিয়ারএক্স এর এক্স মডেলের হেলমেট গুলো বাজেট ফ্রেন্ডলি ও সেই সাথে সার্টিফাইড হেলমেট। 

গিয়ারএক্স বাংলাদেশে লঞ্চ করেছে তাদের এক্স সিরিজ

এক্স-২ ভার্সনটি এই সিরিজের আপডেট ও আধুনিক ভার্সন। এই ভার্সনে স্পেসিফিকেশন দেখে নেয়া যাক –

  • ECE 22.06, DOT এবং বিএসটিআই অনুমোদিত
  • প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে তৈরি
  • এডভান্সড পলিকার্বনেটেড ক্রাস রেজিস্টেন্স শেল
  • রিমুভেবল এক্সটেন্ডেট স্পয়লার
  • সিএফডি টেস্টেড এরোডায়নামিক শেল
  • বিল্ড ইন সান ভাইজর
  • রিমুভেবল ও ওয়াশেবল প্যাডিং
  • অপটিক্যাল গ্রেড ক্রিস্টাল ক্লিয়ার ভাইজর
  • এয়ার ইনটেক এবং এক্সহস্ট এর সাথে ইপিএস চ্যানেল
  • কমিউনিকেটর পকেট বিল্ড ইন
  • ১৪০০ গ্রাম মেইডেন ওয়েট

এক্স নতুন মডেল এক্স-২

এই হেলমেট ক্রয় করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় কিছু গিফট। গিফট গুলো হচ্ছে - 

১) একটি অপ্টিকাল গ্রেড ব্ল্যাক ভাইজর (বিল্ট ইন ক্লিয়ার ভাইজর থাকবে)

২) একটি রিমুভেবল স্পয়লার

৩) স্পয়লার টুল কিট

৪) প্রিমিয়াম X কি রিং

৫) ২৪ মাসের র‍্যাপিড ওয়ারেন্টি

৬) লাইফটাইম ফ্রি হেলমেট ওয়াশ

৭) লাইফটাইম ফ্রি হেলমেট সার্ভিস

বাইক ও বাইক সম্পর্কিত সকল খবর, দাম সহ বিস্তারিত সব কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes