ইয়ামাহা বাংলাদেশ আয়োজন করেছে Call Of The Moutain ক্যাম্পেইন
This page was last updated on 01-Aug-2024 07:25am , By Raihan Opu Bangla
ইয়ামাহা বাংলাদেশ সব সময় তাদের ইউজারদের জন্য বিভিন্ন ধরনের ইভেন্ট ও প্রোগ্রাম আয়োজন করে থাকে। বাংলাদেশের অন্যতম প্রিমিয়াম সেগমেন্টের মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে Yamaha Motorcycle। সম্প্রতি তারা আয়োজন করেছিল “Call Of The Moutain” ক্যাম্পেইন।
নতুন একটি মডেলের মোটরবাইক টেস্ট রাইড করতে সবার মধ্যেই একটা এক্সাইটমেন্ট কাজ করে। আর সেই মোটরবাইক যদি হয় Yamaha FZ-X আর টেস্ট রাইড লোকেশন যখন বান্দরবান; তখন যেকোনো বাইকারের জন্যই সেটি লাইফটাইম অপরচুনিটি।
তাই ইয়ামাহা বাংলাদেশ শুরু করেছিল "Call of the Mountain” ক্যাম্পেইন! যেখানে সুযোগ থাকছে ইয়ামাহা এর নতুন মডেলের বাইক Yamaha FZ-X 150।
এই ক্যাম্পেইনে অংশ নেয়ার জন্য ইউজারদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হতো। প্রথমত ইয়ামাহা বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে কমেন্টে করতে হতো “পাহাড়ি রাস্তায় Yamaha FZ-X চালানোর সুযোগ পেলে কেমন হতো সেই অনুভূতি!"
সেখান থেকে বাছাইকৃত সেরা তিন জন লাকি উইনার পাচ্ছেন ইয়ামাহা বাংলাদেশ এর সৌজন্যে আগামী ৩০ই আগস্ট, ২০২২ বান্দরবানের পাহাড়ি রাস্তায় রোমাঞ্চকর টেস্ট রাইড এর সুযোগ এবং পরবর্তী ১০০ জন পাচ্ছেন Exclusive Yamaha FZ-X CAP!
কন্টেস্টটি চলেছে ২৫ আগস্ট ২০২২ পর্যন্ত।
কন্টেস্ট নিয়মাবলীঃ
- এই ক্যাম্পেইনে অংশ নিতে হলে কমেন্টে জানিয়ে দিন “পাহাড়ি রাস্তায় Yamaha FZ-X চালানোর সুযোগ পেলে কেমন হতো সেই অনুভূতি!"
- কমেন্টে #CalloftheMountain হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
- এই ক্যাম্পেইনে অংশ নিতে যে কোন মডেলের অফিসিয়াল ইয়ামাহা মোটরবাইক ব্যবহারকারী হতে হবে।
- ড্রাইভিং লাইসেন্স আপডেটেড থাকতে হবে এবং এর আগে পাহাড়ি রাস্তায় রাইড এর অভিজ্ঞতা থাকতে হবে।
- যে কোন ধরনের বিদেশি নাম বা বিভ্রান্তিকর নামের ফেসবুক আইডি থেকে অংশ নেওয়া যাবে না।
- কমেন্ট করার শেষ সময় ২৫ আগষ্ট ২০২২ পর্যন্ত।
- এসিআই মটরস্ এই ক্যাম্পেইনের যেকোনো সংযোজন, সংবর্ধন এবং পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে।
যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য শুভ কামনা রইল। আমরা আশা করছি এই ধরনের আরও অনেক ইভেন্ট ক্যাম্পেইনের আয়োজন করবে। আর আপনার যারা বাইকটি সম্পর্কে জানতে চান তারা ইয়ামাহা শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।