এসিআই এবং ইয়ামাহা এক সাথে পথ চলার ৯ম বর্ষপূর্তি - ইয়ামাহা বাইক কার্নিভাল ২০২৫
This page was last updated on 09-Nov-2025 04:07pm , By Arif Raihan Opu
বর্তমানে বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ। বাংলাদেশে ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরস লিমিটেড। আর ইয়ামাহা এবং এসিআই মোটরস লিমিটেড এক সাথে এক যোগে তাদের পথচলা ৯ বছর পার করেছে। আর তাই তারা আয়োজন করেছিল “ইয়ামাহা বাইক কার্নিভাল ২০২৫”।

ইয়ামাহা বাইক কার্নিভাল ২০২৫
বাংলাদেশে বহু বছর ধরেই ইয়ামাহার মোটরসাইকেল দেখা যাচ্ছে। তবে সময়ের সাথে সাথে ইয়ামাহা হাত বদল হয়ে বর্তমানে এসিআই মোটরস লিমিটেড এর সাথে তাদের চুক্তি রয়েছে। এই বছর তারা তাদের এক যোগে পথ চলার ৯ বর্ষপূর্তি পালন করেছে।
গত ৮ নভেম্বর ২০২৫ তারিখে ঢাকাস্থ পূর্বাচলে বাংলাদেশ চায়না ফেন্ডশীপ এক্সিবিশন সেন্টার আয়োজন করা হয় “ইয়ামাহা বাইক কার্নিভাল ২০২৫”। এখানে ইয়ামাহা এবং ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে ইয়ামাহা রাইডার্স ক্লাব এর সদস্যরা এতে অংশ গ্রহণ করেন। এছাড়া বাইকিং অনেক গ্রুপও এতে অংশ গ্রহণ করেছেন।


দুপুর থেকে ৯ম বর্ষপূর্তি উদযাপন শুরু হয়। এতে শুধু মাত্র রেজিস্টার্ড এবং আমন্ত্রিত অথিতিরা অংশ গ্রহণ করেছেন। দুপুরে গেট খোলার পর থেকেই সারাদেশের ওয়াইআরসি সদস্যরা একে একে ইভেন্ট গ্রাউন্ডে প্রবেশ করেন।
এই ইভেন্টে অনেক গুলো এক্টিভিটি ছিল। এদের মধ্যে অন্যতম হচ্ছে জিমখানা, স্টান্ট রাইড, কালচারাল প্রোগ্রাম, কেক কাটিং ও অফিশিয়াল সেশন সহ সবার জন্য কালচারাল ইভেন্ট। বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড জেমস ও নগর বাউল এর কনসার্ট সবাই দারূণ উপভোগ করেছেন।
এতে বক্তব্য রেখেছেন জনাব সুব্রত রঞ্জন দাস, ম্যানেজিং ডিরেক্টর, এসিআই মোটরস লিমিটেড, সহ এসিআই মোটরস এর উর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়া এই ইভেন্টে বাইকিং গ্রুপ থেকে পরিচিত অনেকেই উপস্থিত ছিলেন।

এছাড়া সবাই এই আশাবাদ ব্যক্ত করেছেন যে তারা ইয়ামাহা এবং এসিআই এর এই পথচলা আর অনেক দূর পর্যন্ত যাবে। বাইকার এবং বাইকিং কমিউনিটর জন্য আরও ভাল কিছু বয়ে নিয়ে আসবে।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং সাম্প্রতিক সকল আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।