ইয়ামাহা এর নতুন থ্রি এস সেন্টার এখন তেজগাওতে !!!!

This page was last updated on 11-Jul-2024 04:12am , By Saleh Bangla

এসিআই মোটরস ইয়ামাহা মোটরসাইকেল এর একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। তারা সম্প্রতি ঢাকায় তাদের নতুন ইয়ামাহা থ্রি এস সেন্টার খুলেছে। নতুন ইয়ামাহা থ্রি এস সেন্টার ২১২ তেজগাও ইন্ড্রাষ্ট্রিয়াল এরিয়া, তেজগাঁও গুলশান লিংক রোড ( নিকেতন গেট নম্বর ৩ এর সামনে), ঢাকায় অবস্থিত ।  এসিআই মোটরস লিমিটেড ১৩ মে ২০১৮ তে ঢাকায় ইয়ামাহা থ্রি এস সেন্টার চালু করে। যদিও গত কিছু সপ্তাহ ধরে কাস্টমাররা এখান থেকে সার্ভিস পাচ্ছে কিন্তু আজ থেকে এটি সম্পূর্ন রুপে চালু হল। এসিআই মোটরস এর পুরো দেশ জুড়ে তাদের প্রায় ৪০ টি ডিলারস পয়েন্ট রয়েছে এবং প্রতিটা ডিলারের কাছে স্পেয়ার পার্টস এবং সার্ভিস পাওয়া যায় । নতুন থ্রি এস সেন্টারটি প্রায় ৮,৪০০ স্কয়ার ফিট নিয়ে অবস্থিত । এটিতে ১৯টি সার্ভিস বে (যেখানে অন্যান্য ইয়ামাহা সার্ভিস সেন্টারে ৪-৬ সার্ভিস বে আছে) । সার্ভিস সেন্টারে লেটেস্ট ইকুয়েপমেন্ট দ্বারা সার্ভিস করা হয় বাইকের এবং খুব যত্ন সহকারে করা হয় । 

 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি. এফ আইচ আনসারি (এমডি, এসিআই মোটরস), মি. সুব্রত রঞ্জন দাস ( ইডি, এসিআই মোটরস), মি. হিমাংশু শর্মা (সিনিয়র ম্যানেজার, ইয়ামাহা মোটর ইন্ডিয়া), মি. রবিউল হক ( মার্কেটিং ম্যানেজার, এসিআই মোটরস)। অনেক বাইকারাও উপস্থিত ছিল নতুন সার্ভিস সেন্টার চালু করার অনুষ্ঠানে। সার্ভিস ছাড়াও বাইকাররা এখানে ডিসপ্লে সেন্টার থেকে ইয়ামাহা মোটরসাইকেল কিনতে পারবে এবং বাইকের সব ধরনের স্পেয়ার পার্টসও পাবেন। 

 সার্ভিস সেন্টারের পাশাপাশি, এসিআই মোটরস ইয়ামাহা এফজেডএস এফআই ভি২ ( ডুয়েল ডিস্ক ব্রেক) এবং ইয়ামাহা আর১৫ ভি৩। এফজেডএস ডুয়েল ডিস্ক এর ফিচার্স গুলো হল আপ ফ্রন্টে বড় ডিস্ক ব্রেক, ২২০ মি.মি. রিয়ার ডিস্ক ব্রেক, ১০ স্পোক এলয় হুইলস, নতুন মিরর এবং বাইকটি আরমাডা ব্লু কালারে পাওয়া যাবে । বাইকটির দাম বর্তমানে ২৬৫,০০০ টাকা । 

ইয়ামাহা আর১৫ ভি৩ এ এগ্রেসিভ ভাব আছে এবং বর্তমানে বাইকটি বাংলাদেশের সব থেকে বেস্ট স্পোর্টস বাইক । এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা আর১৫ ভি৩ এর ইন্দোনেশিয়ান ২০১৮ ভার্শন আনবে যেগুলোর কালার স্কিম হলুদ, নীল এবং কালো কালার। আমি তাদের ধন্যবাদ জানাই কারন তারা বাইকটির ইন্ডিয়ান ভার্শন আনবে না। ইয়ামাহা আর১৫ ভি৩ এর বর্তমান দাম ৫২৫,০০০ টাকা ।

Latest Bikes

SYNTAX NEO

SYNTAX NEO

Price: 0

SYNTAX WILLOW

SYNTAX WILLOW

Price: 0

SYNTAX BLAZE

SYNTAX BLAZE

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

SYNTAX NEO

SYNTAX NEO

Price: 0

SYNTAX WILLOW

SYNTAX WILLOW

Price: 0

SYNTAX BLAZE

SYNTAX BLAZE

Price: 0

View all Upcoming Bikes