হোন্ডা ইন্দোনেশিয়াতে লঞ্চ করেছে Honda CB150X!
This page was last updated on 29-Jul-2024 11:53pm , By Raihan Opu Bangla
PT Astra Honda ইন্দোনেশিয়ায় হোন্ডা কোম্পানির মোটরসাইকেল প্রস্তুতকারক (যারা Honda CBR150R বাইকটিও তৈরি করেছে) তারা সম্প্রতি লঞ্চ করেছে নতুন একটি এডভেঞ্চার স্পোর্টস মোটরসাইকেল। মোটরসাইকেলটি হচ্ছে Honda CB150X। ইন্টারনেটে পাওয়া ছবি থেকে আমরা দেখতে পাই যে, বাইকটি Honda CB150R Streetfire এর উপর বেস করে তৈরি করা হয়েছে। বাইকটির ফিচার্স হিসেবে যুক্ত করা হয়েছে ইউএসডি সাসপেনশন এবং বেশ বড়সড় একটি সিট যা রাইড ও পিলিয়ন লম্বা সময় ধরে আরামে রাইড করতে পারে।
হোন্ডা ইন্দোনেশিয়াতে লঞ্চ করেছে Honda CB150X
ইঞ্জিনের ক্ষেত্রে হোন্ডা ব্যবহার করেছে Honda CB150R এর ইঞ্জিন। বাইকটির ইঞ্জিন হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার চারটি ভাল্ব যুক্ত লিকুইড কুল ইঞ্জিন। যদিও এখনও পর্যন্ত কোম্পানির কাছ থেকে পাওয়ার এবং টর্ক সম্পর্কে ধারণা পাওয়া যায়নি। আমরা এখনও অপেক্ষা করছি। আশা করছি দ্রুত এই বিষয়ে আমরা জানতে পারব। নতুন এই এডভেঞ্চার বাইকটির সিটের উচ্চতা হচ্ছে ৮১৭মিমি এবং এর গ্রাউন্ট ক্লিয়ারেন্স হচ্ছে ১৮১মিমি, তাই যখন প্রয়োজন হবে তখন আপনি বাইকটিকে অফরোড বাইক হিসেবে ব্যবহার করতে পারবেন।
হোন্ডা বাইকটির সামনের দিকে দিয়েছে ১০০ সেকশন এবং ১৩০ সেকশন রেয়ার টায়ার ও সেগুলো কে ১৭ ইঞ্চি এলয় হুইলের সাথে যুক্ত করা হয়েছে। সামনের দিকে দেয়া হয়েছে ইউএসডি সাসপেনশন যার স্ট্রোক সাইজ হচ্ছে ৩৭মিমি, অপর দিকে রেয়ারে দেয়া হয়েছে ১৫০মিমি প্রো-লিংক মনো-শক সাসপেনশন। Honda CB150X আরও দেয়া হয়েছে ১২ লিটার ফুয়েল ট্যাঙ্ক, টুইন ডিস্ক ব্রেক, টিউবলেস টায়ার এবং বাইকটি ওজনে ১৪০ কেজি। ফিচার্সের মধ্যে আরও রয়েছে এলইডি হেডলাইট, রড হ্যান্ডবার, ফ্রন্ট উইন্ড স্ক্রিন, আন্ডার ইঞ্জিন কাওল, এবং এর সাথে রয়েছে পুরোপুরি ডিজিটাল স্পিডোমিটার।
Click To See Honda CB150R Streetfire Review In Bangladesh
Bangladesh Honda Pvt Ltd এর প্রোডাক্ট লাইন আপে কমিউটার থেকে স্পোর্টস প্রায় সব ধরনের সেগমেন্টের ও মডেলের বাইক রয়েছে। তাদের কমিউটার সেগমেন্টে ১১০-১২৫ সিসি সেগমেন্টের সাথে স্পোর্টস কমিউটার হিসেবে Honda X Blade এবং Honda CB Hornet 160R মডেল দুটি রয়েছে।
নতুন ভাবে তারা যুক্ত করেছে Honda CBR150R যা তাদের স্পোর্টস সেগমেন্টে একমাত্র মোটরসাইকেল। আমরা আশা করছি যে ভবিষ্যতে হোন্ডা নতুন Honda CB150X বাইকটি বাংলাদেশে নিয়ে আসবে, আর বাংলাদেশের বাইকাররা একটি পুরোপুরি এডভেঞ্চার স্পোর্টস বাইকের স্বাধ নিতে পারবেন। বর্তমানে এই সেগমেন্টে তেমন কোন মোটরসাইকেল বাংলাদেশে নেই। ধন্যবাদ।