ইঞ্জিনের দীর্ঘস্থায়িত্বের জন্য ব্যবহার করতে পারেন Flamingo Motor Flush

This page was last updated on 20-Jul-2025 02:27pm , By Raihan Opu Bangla

আমাদের ব্যবহার্য মোটরবাইক বা অটোমোবাইলের হৃৎপিণ্ড হিসেবে ধরা হয় এর ইঞ্জিন কে। ইঞ্জিনের শক্তিতেই অটোমোবাইল চালানো সম্ভব হয়, আর ইঞ্জিনের সঠিক মেইনটেনেন্স একটা স্মুথ পারফরমেন্স ও রোড ফিল নিশ্চিত করে।

Flamingo Motor Flush oil

Flamingo Motor Flush oil

কিন্তু অনেকেই আমরা একটা জিনিস খেয়াল করি না সেটা হচ্ছে সময়ের সাথে সাথে আমাদের ইঞ্জিন যত বেশি রান হয় তত ময়লা ও ধাতব কণা পুরাতন ইঞ্জিন অয়েলের সাথে মিশে গাদ তৈরী করে এবং ইঞ্জিনের অভ্যন্তরীণ অংশে জমা হয়। ফলে কয়েক বছর পর আমরা ইঞ্জিনের সাউন্ড নষ্ট হওয়া থেক শুরু করে আশানুরুপ পারফর্মেন্স পাই না।

Also Read: Motorcycle Care Price In Bangladesh

এই সমস্যার সমাধানে ইঞ্জিনের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিতে ব্যবহার করতে পারেন Flamingo Motor Flush oil।  

মোটরবাইক বা গাড়ির জন্য ফ্লেমিঙ্গো Flamingo Motor Flush oil ইঞ্জিনের অভ্যন্তরীণ অংশে জমে থাকা গাদ, বার্নিশ এবং ময়লা অপসারণ করে প্রোপার লুব্রিকেশনের নিশ্চয়তা দেয় এবং ইঞ্জিনের হারানো শক্তি পুনরুদ্ধার ও উন্নত করে।

flamingo-motor-flush-oil-bangladesh-price-detailes

এর সাথে প্রাকৃতিক এবং ডিটারজেন্ট ডিসপারসেন্ট সহ দ্রাবক হিসাবে কাজ করে ইঞ্জিনের ভিতরের রাবার গ্যাসকেটের স্থিতিস্থাপকতা পুনরুদ্ধার করে সিলিং কর্মক্ষমতা উন্নত করে এবং এর ফলে মাইলেজ বৃদ্ধি ও ইঞ্জিনের ক্ষয় হ্রাস করার মাধ্যমে ইঞ্জিনের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে।

Also Read: Flamingo Motorcycle Care Product Price In Bangladesh

সর্বোত্তম ফলাফল পাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারড এবং চীনে তৈরি ISO9001 সার্টিফাইড Flamingo Motor Flush oil প্রতি ১৫-২০ হাজার কি.মি পর পর একবার ব্যবহার করলে ভাল হয়।