বাজাজ বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে বাজাজ পালসার ম্যানিয়া

This page was last updated on 30-Jul-2024 04:47am , By Raihan Opu Bangla

বাংলাদেশে ১৫০সিসি সেগমেন্টের জনপ্রিয় মোটরসাইকেল মডেল হচ্ছে বাজাজ পালসার মডেল। বাংলাদেশের ১৫০সিসি সেগমেন্টে জনপ্রিয়তা ধরে রেখেছে বাজাজ পালসার। সময়ের সাথে সাথে ডিজাইন লুকসের সাথে অনেক পরিবর্তন ও আধুনিকায়ন করা হয়েছে এই মডেলে।

বাজাজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। তাদের পালসার ছাড়াও অন্যান্য অনেক মডেল রয়েছে যা বেশ জনপ্রিয় এগুলোর ভেতর ডিস্কভার সিরিজ, প্লাটিনা সিরিজ অন্যতম। 

বাজাজ পুরো বিশ্ব জুড়ে পালসার ম্যানিয়া আয়োজন করে থাকে। বাংলাদেশেও এর ব্যতিক্রম না। বাংলাদেশেও বাজাজ আয়োজন করেছে বাজাজ পালসার ম্যানিয়া। তবে মাঝে কিছু সময় এই আয়োজন বন্ধ ছিল। কিন্তু আবারও ফিরিয়ে নিয়ে আসা হয়েছে বাজাজ পালসার ম্যানিয়া। 

বাজাজ বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে Pulsar Mania। যা অনুষ্ঠিত হবে আগামী ৬ এবং ৭মে। এই ইভেন্টে আপনি বাজাজের নতুন লঞ্চ হওয়া Bajaj Pulsar N160 with Dual Channel ABS বাইকটি টেস্ট রাইড করতে পারবেন।

এর সাথে থাকছে ফ্রী সার্ভিসিং, গেইমস এবং লিফলেট কুপন জমা দিলে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরষ্কার। বাজাজ পালসার ম্যানিয়া ইভেন্টে অনুষ্ঠিত হবে তেজগাঁও সরকারী হকার্স মার্কেট (কলোনি বাজার) মাঠে, সকাল ৯ টা থেকে বিকেল ৫:৩০ টা পর্যন্ত।

আর আপনি যদি বাজাজের মোটরসাইকেল ক্রয় করতে চান তবে দ্রুতই আপনার কাছাকাছি বাজাজ বাংলাদেশের শোরুমে যোগাযোগ করুন। আমরা আশা করছি পালসার ম্যানিয়া বাংলাদেশের অন্যান্য স্থানেও অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। 

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes