উত্তরা মোটর্স সার্ভিস ক্যাম্পেইন ও সেলস মেলা নভেম্বর ২০২৫

This page was last updated on 10-Nov-2025 12:17pm , By Arif Raihan Opu

ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে বাজাজ মোটরসাইকেল। বাংলাদেশে কমিউটার মোটরসাইকেল সেগমেন্টে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে বাজাজ মোটরসাইকেল। মুলত ১০০ থেকে ১২৫ সিসিতে বাজাজের জনপ্রিয়তা অন্যান্য ব্র্যান্ডের চেয়ে বেশ এগিয়ে রয়েছে। 

উত্তরা মোটর্স সার্ভিস ক্যাম্পেইন ও সেলস মেলা নভেম্বর ২০২৫

উত্তরা মোটর্স সার্ভিস ক্যাম্পেইন ও সেলস মেলা নভেম্বর ২০২৫

বাজাজ বাংলাদেশের মোটরসাইকেল জগতে অনেক বেশি পরিবর্তন নিয়ে এসেছে। বাজাজের পালসার মডেলটি ১৫০ সিসি মোটরসাইকেল সেগমেন্টে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছিল। বলা যায় স্টাইল, লুকস এবং পারফর্মেন্স এর কারনে বাইকার মাঝে মডেলটি বেশ জনপ্রিয়তা পায়। 

সম্প্রতি বাজাজ তাদের কাস্টমারদের জন্য আয়োজন করতে যাচ্ছে, উত্তরা মোটর্স সার্ভিস ক্যাম্পেইন এবং সেলস মেলা ২০২৫। বাংলাদেশে বাজাজ এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে উত্তরা মোটর্স লিমিটেড। উত্তরা মোটর্স কাস্টমারদের জন্য এই ক্যাম্পেইন ও মেলার আয়োজন করতে যাচ্ছে।

আরও পড়ুনঃ বাজাজ মোটরসাইকেলের সকল শোরুম দেখতে এখানে ক্লিক করুন

উত্তরা মোটর্স সার্ভিস ক্যাম্পেইন এবং সেলস মেলা-২০২৫ এর ব্যানারে এই ক্যাম্পেইন আয়োজন করা হবে। আগামী ১৫, ২০২৫ থেকে শুরু হয়ে চলবে ১৯ নভেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত। 

উত্তরা মোটর্স সার্ভিস ক্যাম্পেইন অফারসমূহ:

  • মোটরসাইকেল এর ফ্রি ডায়াগনোসিস ও চেক-আপ
  • বাজাজ জেনুইন স্পেয়ার পার্টসে ১০% ছাড়
  • ⁠লেবার চার্জে ৫০% ছাড় এর পাশাপাশি আরও অনেক আকর্ষণীয় অফার

এছাড়া কাস্টমারদের জন্য কিছু বিশেষ ব্যবস্থা রয়েছে। এগুলো হচ্ছে গিফট এবং স্ন্যাক্স এর ব্যবস্থা। অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে মেইনটেনেন্স ও সেফটি ট্রেইনিং, এবং সেই সাথে কাস্টমারদের ফ্রী হেলথ চেক আপ।

বিশেষ অফারে থাকছে প্রতিটি বাইকের জন্য ওয়াটারলেস ওয়াশ এবং পলিশ সম্পূর্ণ ফ্রি এবং সকল গ্রাহকদের জন্য থাকছে বিশেষ গিফট ও রিফ্রেশমেন্ট এর ব্যবস্থা। আরও বিস্তারিত জানতে বাজাজ মোটরসাইকেল বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজ এ যোগাযোগ করতে পারেন।

ঠিকানা: উত্তরা মোটর্স লিমিটেড

১২৪ উত্তর বেগুনবাড়ি, তেজগাঁও, ঢাকা