আকর্ষণীয় মূল্যে ECE 22.06 সার্টিফাইড স্প্যানিশ AXXIS হাফ ফেস হেলমেট বাংলাদেশের বাজারে লঞ্চ করল ভালকান লাইফস্টাইল
This page was last updated on 02-Aug-2025 04:23pm , By Raihan Opu Bangla
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোটরসাইকেল এক্সেসরিজ আমদানিকারক এবং পরিবেশক ভালকান লাইফস্টাইল লিমিটেড সম্প্রতি তাদের সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে অফিশিয়াল ভিডিওর মাধ্যমে একটি নতুন হাফ ফেস হেলমেট AXXIS Square S অফিশিয়ালি লঞ্চ করেছে।
ভালকান লাইফ স্টাইল অফিশিয়ালি লঞ্চ করল AXXIS Square S

AXXIS বিশ্বখ্যাত সার্টিফাইড হেলমেট ব্র্যান্ড গুলোর একটি। Axxis ব্র্যান্ডের ফুল ফেস হেলমেটগুলো বাজেটের মধ্যে অন্যতম বেস্ট। এই সফলতার ধারাবাহিকতায় Square S মডেল এর হাফ ফেস হেলমেট বাংলাদেশের বাইকারদের জন্য নিয়ে এসেছে ভালকান লাইফস্টাইল।
Also Read: Helmet Price In Bangladesh

Axxis Square S মডেলের এই হাফ ফেস হেলমেটটি তে এর সর্বশেষ ECE 22.06 সার্টিফিকেশন ব্যবহার করা হয়েছে। ভালকান লাইফস্টাইলের পক্ষ থেকে আরো ঘোষণা দেওয়া হয়েছে গ্রাফিক্সের যেকোনো ত্রুটির জন্য ৫ বছরের অফিশিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সুবিধা দেওয়া হবে।
ইতিমধ্যেই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, দিনাজপুর, সিলেট, যশোর, সাভার, টাঙ্গাইল ইত্যাদি সহ ভালকান লাইফস্টাইল বাংলাদেশের সকল অফিসিয়াল ডিলার পয়েন্টে হেলমেটটি এভেইলেবল।

Axxis Square S মডেলটি এখন পর্যন্ত দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ECE সার্টিফাইড হেলমেট। এর দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২,৬০০ টাকা যা বাংলাদেশের হেলমেট মার্কেটের জন্য একটি নতুন রেকর্ড যা ECE 22.06 সার্টিফিকেশন এবং ৫ বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আসে – এমনটি দাবি করছে ভালকান।
ভালকান লাইফস্টাইল লিমিটেডের চেয়ারম্যান জনাব সাফাত ইশতিয়াক এক বিবৃতিতে বলেছেন, “আমরা ২,৬০০ টাকায় ECE সার্টিফাইড হেলমেট নিয়ে এসে অসম্ভবকে সম্ভব করেছি যা কল্পনার চেয়েও অনেক সাশ্রয়ী। আমাদের লক্ষ্য হলো রাইডারদের নন-সার্টিফাইড হেলমেটকে বিদায় জানিয়ে নিরাপদ এবং হাইলি রেকোমেন্ডেড সার্টিফাইড হেলমেট পরার বিষয়টি উৎসাহিত করা। এই নতুন রেকর্ড স্থাপন করতে পেরে আমি খুবই গর্বিত।”
Also Read: AXXIS Helmet Price In Bangladesh
এছাড়াও ভালকান লাইফস্টাইল লিমিটেড বিশ্বের এক নম্বর হেলমেট ব্র্যান্ড HJC সহ AXOR হেলমেট, Axxis হেলমেট, Scoyco Gears এবং জাপানের শীর্ষস্থানীয় লুব্রিকেন্ট ব্র্যান্ড – Idemitsu - এর অফিশিয়াল আমদানিকারক হিসেবে বহুল পরিচিত।
বিস্তারিত জানতে এবং ভালকান লাইফস্টাইলের বিভিন্ন আইটেম এক্সপিরিয়েন্স করতে তাদের ফ্ল্যাগশিপ শোরুম ৮৫/এ নিউ ইস্কাটন রোড, ঢাকা এবং এর অফিসিয়াল ডিলার পয়েন্টে যোগাযোগ করুন। আরও তথ্যের জন্য তাদের ওয়েবসাইট এ ভিজিট করতে পারেন।
