হিরো বাংলাদেশ ঘোষণা করছে হিরো ডেইলি লাখপতি অফার অক্টোবর - ২০২২
This page was last updated on 31-Jul-2024 09:09am , By Arif Raihan Opu
বাংলাদেশে ইন্ডিয়ান মোটরসাইকেল ব্র্যান্ডের ভেতর অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে হিরো। হিরো বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে হিরো লাখপতি অফার।


হিরো বাংলাদেশ ঘোষণা করছে, “হিরো ডেইলি লাখপতি” অফার। এই অফারে প্রতিদিন হিরো মোটরসাইকেল ক্রয় করলেই হয়ে যেতে পারেন লাখপতি। এছাড়া এই অফারের সাথে ক্যাশব্যাক অফারও রয়েছে।
- এই অফারের মধ্যে হিরো এর যেকোন মোটরসাইকেল বা স্কুটার ক্রয় করলেই লাকি ড্র এর মাধ্যমে কাস্টোমার পেয়ে পেয়ে যেতে পারেন ১,০০,০০০ টাকা
- প্রতিটি মোটরসাইকেল ও স্কুটারের সাথে রয়েছে নির্দিষ্ট পরিমানের ক্যাশব্যাক অফার
- হিরো এর হেড অফিসে প্রতিদিন লাকি ড্র অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে একজন পাবেন ১,০০,০০০ টাকা
- দিনের যেকোন সময় এই লাকি ড্র অনুষ্ঠিত হতে পারে
এই লাখপতি অফারটি চলবে আগামী ৩১শে অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত। এছাড়া এই সাথে নিয়মিত ক্যাশব্যাক অফারটি তো থাকবেই। আর এই অফারটি আপনি হিরো বাংলাদেশ এর যেকোন অফিশিয়াল শোরুম থেকে উপভোগ করতে পারবেন।


হিরো এর নিয়মিত ক্যাশব্যাক অফারে প্রতিটি মডেলের মোটরসাইকেলের সাথেই থাকছে ক্যাশব্যাক অফার। এই ক্যাশব্যাক অফারে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

কয়েক মাস আগেই হিরো আয়োজন করেছিল হিরো গিভওয়ে কন্টেস্ট। যেখানে হিরো তাদের লেটেস্ট ১৬০সিসি মোটরসাইকেল Hero Thriller 160R বাইকটি গিভওয়ে করেছিল। তারাই আবার নিয়ে এসেছে “হিরো ডেইলি লাখপতি” অফার।
এই অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে আপনার কাছাকাছি হিরো মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। এছাড়া নিয়মিত ক্যাশব্যাক তো থাকছেই। ধন্যবাদ।
 
    
 
           
                     
 
                                                       
                                                     
                                                       
                                                     
                                                       
                                                     
                                                       
                                                     
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                