স্বাধীনতার ৫০ বর্ষপূর্তিতে রানার মুক্তির মঞ্চ

This page was last updated on 31-Jul-2024 05:36am , By Raihan Opu Bangla

রানার গ্রুপ স্বাধীনতার ৫০ বর্ষপূর্তিতে পুরো বাংলাদেশ জুড়ে আয়োজন করেছিল "রানার মুক্তির মঞ্চ"। পুরো বাংলাদেশ জুড়ে ২৬টি জেলায় রানার এই মুক্তির মঞ্চ ক্যাম্পেইন আয়োজন করেছিল। ডিসেম্বর ১, ২০২১ তারিখ টেঁকনাফ, কক্স-বাজার থেকে এই প্রোমোশনাল ক্যাম্পেইনটি শুরু হয়। এই ক্যাম্পেইনটি পঞ্চগড়ের তেতুলিয়াতে গিয়ে শেষ হয় এবং এর মাঝে ২৬টি জেলা তার ভ্রমণ করে।

স্বাধীনতার ৫০ বর্ষপূর্তিতে রানার মুক্তির মঞ্চ

  

ঢাকা, বরিশাল, নারায়ণগঞ্জ, ফেনী, গাজীপুরসহ প্রায় ২৬টি জেলা শহর প্রদক্ষিণ করে এই মুক্তির মঞ্চ। ক্যাম্পেইনটি গত ১৭ ডিসেম্বর হাতিরঝিল, ঢাকায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে মানুষ স্বাধীনতার জন্য দেশের জন্য মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরে। এরপর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ ১৬ ডিসেম্বর ১৯৭১ স্বাধীনতা অর্জন করে। এই সময়ে সাংস্কৃতিক অঙ্গনের সবাই একত্রিত হয়ে তারা গঠন করে, "মুক্তি সংগ্রাম শিল্পী সংঘ"। এই শিল্পীরা গ্রামগঞ্জে ঘুরে ঘুরে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা, সাহস ও মনোবল বাড়িয়েছেন।

  

মুক্তিযুদ্ধের সময় এই শিল্পীরা ঢাকা, যশোর সহ সাড়া দেশে এবং রিফিউজি ক্যাম্প গুলোতে ঘুরে ঘুরে মানুষকে দেশাত্ববোধক গান, নাটক, পুতুল নাচ এসব দেখিয়ে মানুষের সাহস ও মনোবল বাড়িয়েছে। এতে করে যুদ্ধের সময় মুক্তিকামী মানুষের অনেক সাহস পেয়েছে। রানার "মুক্তির মঞ্চ" এই ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের ২৬টি জেলায় আয়োজন করে সেই কালজয়ী ও ঐতিহাসিক মুক্তির মঞ্চ। তারা জেলায় জেলায় ঘুরে এই প্রজন্মের কাছে মুক্তির বার্তা ও মুক্তিযুদ্ধের সম্পর্কে জানিয়েছে।

গত ১৭ ডিসেম্বর ২০২১ তারিখে রানার এর এই মুক্তির মঞ্চের শেষ অনুষ্ঠান আয়োজিত হয়। ঢাকার হাতিরঝিলের এম্পফিথিয়েটারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই মুক্তির মঞ্চের সমাপ্তি হয়।

  

এই অনুষ্ঠানেও দেশাত্ববোধক গান পরিবেশন করা হয়। এছাড়া এই ইভেন্টে আরও ছিল নাচ, লাইট শোসহ দর্শকের জন্য নানা আয়োজন। বাংলাদেশ স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি পালন করছে। এই ৫০ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তবে আমাদের বাইকারদের একটা ই আশা আমাদের সিসি লিমিটেশন। যদিও রানার রপ্তানির জন্য বেশি সিসির বাইক তৈরি করে থাকে। তবে আমরা আশা করব খুব শীঘ্রই সিসি লিমিটেশন বাড়িয়ে দেয়া হবে এবং আমরাও উচ্চ সিসির ও ফিচার্স সমৃদ্ধ বাইক রাইড করতে পারব। ধন্যবাদ।