টাইগার নিউ এনার্জির মটো ম্যাক্স ব্যাটারি ৯৯.৯% ভার্জিন লেড সমৃদ্ধ

This page was last updated on 31-Jul-2024 04:44am , By Arif Raihan Opu

বাইকবিডির নতুন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে টাইগার নিউ এনার্জি। বাংলাদেশে টাইগার নিউ এনার্জি নিয়ে এসেছে নতুন মোটরসাইকেল ব্যাটারি। এই ব্যাটারি সেগমেন্টে টাইগার নিউ এনার্জি নতুন হলেও তারা বিশ্ব বাজারে অনেক আগে থেকেই পরিচিত। 

Moto Max ব্যাটারি বাংলাদেশ

moto max battery

টাইগার নিউ এনার্জি বাংলাদেশের অন্যতম ব্যাটারি সেগমেন্টের নতুন নাম। তারা বাংলাদেশে নিয়ে এসেছে দুটি নতুন মডেলের ব্যাটারি। দুটি মডেলের ব্যাটারির ভেতর একটি মডেল হচ্ছে মটো ম্যাক্স

এই ব্যাটারিটি সম্পূর্ন নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। এছাড়া এই ব্যাটারিতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সকল যন্ত্রাংশ। 

  • প্রিমিয়াম ৯৯.৯৯% ভার্জিন লেড দিয়ে তৈরি
  • জার্মান প্রযুক্তির মাধ্যমে তৈরি
  • ৬ মাসের ওয়ারেন্টি
  • হেভি ডিউটি
  • বিভিন্ন ধরনের মোটর বাইকের জন্য প্রযোজ্য

এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ব্যাটারিটি বেশ অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ। এছাড়া টাইগার নিউ এনার্জি দিচ্ছে ৬ মাসের ওয়ারেন্টি। এর সাথে সাথে ব্যাটারি গুলো মেইনটেন্স ফ্রী ব্যাটারি। এতে করে ব্যাটারি নষ্ট হয়ে যাবার সম্ভাবনা খুব কম রয়েছে।

এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, মোটরসাইকেল ব্র্যান্ড, মোটরসাইকেলের দাম, সাম্প্রতিক খবর, টিপস সব কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।