মটোমেক্স বাংলাদেশ সান টু সান ক্যাশ কুপন অফার

This page was last updated on 29-Jul-2024 09:22am , By Raihan Opu Bangla

আমরা মোটরসাইকেল সার্ভিসিং নিয়ে বেশ ভাবনার ভেতর থাকি। অনেক সময় আমরা আমাদের ভালবাসার মোটরসাইকেল বাইরে থেকে সার্ভিস করে থাকি। বাংলাদেশে অনেক সার্ভিস সেন্টার রয়েছে যাদের ভেতর মটোমেক্স বাংলাদেশ সার্ভিস সেন্টার অন্যতম।


মটোমেক্স বাংলাদেশ নিয়ে এসেছে সান টু সান ক্যাশ কুপন অফার

কোয়ালিটি সার্ভিস এবং স্পেয়ার্স পার্টসের সমন্বয়ে মটোমেক্স কাস্টোমারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়া মটোমেক্স তাদের কাস্টোমাদের জন্য প্রিমিয়াম সার্ভিস ও অফার নিয়ে হাজির হয়ে থাকে।

মটোমেক্স বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে সান টু সান (SUN2SUN) মানে রবিবার থেকে রবিবার অফার। পুরো এক সপ্তাহ চলবে এই অফার। এই অফার চলাকালীন সময়ের মধ্যে যে কোনো বাইক মাস্টার সার্ভিস করলেই পাবেন ৩০০-৫০০ টাকার নিশ্চিত ক্যাশ কুপন।

অফারটি ০৯ জুলাই (রবিবার) থেকে আগামী ১৬জুলাই (রবিবার) ২০২৩ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি এই অফারটি উপভোগ করতে পারবেন। আর এই অফারটি নিলে আপনি পেয়ে যাবে ৩০০-৫০০ টাকার ক্যাশ কুপন। 

ক্যাশ কুপনটি শুধুমাত্র সমন্বয় করতে পারবেন। কিভাবে সমন্বয় করবেন?

মটোমেক্স থেকে যে কোনো বাইক এক্সেসরিস/পার্টস /লুব্রিক্যান্টস ইত্যাদি যে কোনো কিছু (ILM/NZI Helmet, Wayther Bike Riding Items, Anex Booster, MotoCare Items, ইঞ্জিন অয়েল, বাইকের পার্টস ইত্যাদি) ক্রয়ে কুপনে প্রাপ্ত সম্পূর্ণ টাকা সমন্বয় করতে পারবেন।


ক্যাশ কুপনটি দিয়ে এক্সেসরিস/পার্টস/ লুব্রিক্যান্টস ইত্যাদি ক্রয় করে সমন্বয় করতে না চাইলে, আপনি পরবর্তিতে দ্বিতীয়বার যে কোনো সার্ভিস ফী এর সাথে এই ক্যাশ কুপনটি  সমন্বয় করতে পারবেন। তবে এই ক্যাশ কুপনটির মেয়াদ ৩ মাস পর্যন্ত বৈধ থাকবে।

তাই দেরি না করে অফার চলাকালীন সময়ে আপনার প্রিয় বাইকটি মটোমেক্স থেকে সার্ভিস করে উপভোগ করুন ক্যাশ কুপন।

বাইক সার্ভিসের সিরিয়াল পেতে মটোমেক্স এর ফেইসবুক পেজ থেকে "Book Now" অপশন থেকে রিকুয়েস্ট পাঠান অথবা সরাসরি কল করুন তাদের হটলাইন নাম্বারেঃ

Hotline - 01989892323

ঠিকানাঃ

190/A, Tejgaon Gulshan Link Road, Dhaka 1208. Beside Dutch Bangla Bank (Tejgaon Sub-Branch)

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes