এই শীতে আরামদায়ক রাইড উপভোগ করুন DCS Winter Jacket এর সাথে
This page was last updated on 22-Nov-2025 12:10pm , By Badhan Roy
ইতিমধ্যেই কিন্তু দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপ শুরু হয়ে গেছে। শীতের সময় বাইক রাইডের জন্য ভালমানের জ্যাকেট ভালমানের জ্যাকেটের কোন বিকল্প নেই। সাধারণত আমরা সাধারণ বাইকাররা যখন জ্যাকেট কেনার কথা চিন্তা করি তখন এমন ধরণের জ্যাকেট চাই যেটা বাজেটের মধ্যে রাইডিং এর পাশাপাশি ক্যাজুয়াল ইউজ ও যাতে করা যায়। সেই দিক বিবেচনায় DCS Winter Jacket হতে পারে একটি পারফেক্ট চয়েস।

DCS Winter Jacket
DCS এর প্রিমিয়াম উইন্টার জ্যাকেট টিতে ব্যাবহার করা হয়েছে প্রিমিয়াম ইনসুলেটেড ফেব্রিক যা তীব্র শীতেও ব্যাবহারকারীর শরীর উষ্ণ রাখতে সক্ষম। ডিজাইনটি ওয়াটারপ্রুফ এবং উইন্ডপ্রুফ হওয়াতে কুয়াশার সময় রাইডিং এ তেমন কোন প্রভাব পড়বে না। জ্যাকেটের ইনসাইডে ৪.৫ আউন্স প্যাডিং থাকায় শীতের ভিতর পরতে বেশ আরামদায়ক।
বাইক রাইডিং ছাড়াও ক্যাজুয়াল আউটিং বা অন্যান্য আউটডোর এডভেঞ্চার ও এক্টিভিটিতে জ্যাকেট টি সহজেই ব্যাবহারযোগ্য। জেট ব্ল্যাক সহ আরো অনেক প্রকার কালার কম্বিনেশন থাকায় জ্যাকেট টি ফ্যাশনেবল ও বটে।

এই চমৎকার জ্যাকেটটির মূল্য মাত্র ১৭৯০ টাকা যা একদম হাতের নাগালেই! DCS Winter Jacket বাংলাদেশের প্রায় সকল বাইক এক্সেসরিজ শপ গুলোতে এভেইলেবল। এছাড়াও জ্যাকেট টি সংগ্রহ করতে বা আরো বিস্তারিত জানতে DCS এর ফ্ল্যাগশিপ শোরুম ও তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।