বাংলাদেশে যাত্রা শুরু করল নতুন ইলেকট্রিক ব্র্যান্ড ইভিকো বাংলাদেশ - ৩৪০০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট
This page was last updated on 22-Dec-2025 05:16pm , By Arif Raihan Opu
বর্তমানে বাংলাদেশে অনেক গুলো ইলেকট্রিক ভেহিকল বা ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড রয়েছে। সম্প্রতি বাংলাদেশে যাত্রা শুরু করেছে নতুন ইভি ব্র্যান্ড ইভিকো বাংলাদেশ। ইভিকো বাংলাদেশের নতুন ইলেক্ট্রিক স্কুটার ব্র্যান্ড যারা ইভি সেগমেন্টে নতুন মাত্রা যুক্ত করেছে।

ইভিকো বাংলাদেশে ডিস্কাউন্ট অফার ডিসেম্বর ২০২৫
স্মার্ট, পরিবেশ সুরক্ষা এবং সহজে রাইড করা যায় এমন একটি যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হচ্ছে ইভিকোর মুল লক্ষ্য। এছাড়া প্রতিদিনের রাইডকে আরও সহজ এবং কিভাবে ব্যয় কম করা যায় সেটাকে গুরত্ব দিয়ে ইভি গুলো তৈরি করা হচ্ছে।
বর্তমানে লঞ্চিং উপলক্ষ্যে চলছে ডিস্কাউন্ট বা ছাড়। যেখানে ইভিকো এর ইলেকট্রিক স্কুটার গুলো আপনার খুব কম দামে ক্রয় করতে পারবেন। কারণ ইভিকো দিচ্ছে সর্বোচ্চ ৩৪,০০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট।

বর্তমানে ইভিকো এর দুটি মডেল রয়েছে একটি হচ্ছে EVEHCO AS-1 এবং অপরটি হচ্ছে EVEHCO AS-12। দুটি মডেল বেশ স্টাইলিশ এবং আকর্ষণীয় ডিজাইন দেয়া হয়েছে। এছাড়া আধুনিক প্রযুক্তির সকল কিছু যুক্ত করা হয়েছে।
তবে এই সুযোগ শুধু মাত্র ৫০ জন কাস্টমারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাই দেরি না করে আপনার পছন্দের ইভিকো স্কুটারটি দেখার এবং ক্রয়ের জন্য যোগাযোগ করুন ইভিকোর শোরুমে।

শোরুম ঠিকানা হচ্ছে – ৩৫২, মধ্য পীরেরবাগ, ৬০ ফিট রোড, মিরপুর – ২ ঢাকা। এছাড়া আপনারা ইভিকো এর অফিশিয়াল ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন।
মোটরসাইকেল, ইভিসহ সকল তথ্য এবং সাম্প্রতিক আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।